যুদ্ধম থো রসিনা প্রেম কথা নামের এই ছবি ২০২০ সালে তৈরি করার কথা ঘোষণা করা হয়, কিন্তু ছবি নির্মাতা এখনও এই সিনেমার জন্য অভিনেত্রী নাম ঠিক করেননি। পরিচালক হনু রাঘবাপুড়ি পূজা হেগড়েকে কাস্ট করতে চাইছিলেন, তবে তাঁর অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কারণে ছবি নির্মাতা সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন বলে খবর। সূত্রের খবর, নির্মাতা এই প্যান ইন্ডিয়া ছবির জন্য বলি অভিনেত্রী দিশা পটানি ও কৃতি শ্যানন-এর কাছে প্রস্তাব রেখেছেন। যদিও এখনও পর্যন্ত সঠিক ভাবে কিছু জানা যায়নি। এই ছবিটি তেলুগু ভাষা ছাড়াও তামিল, মলয়ালম এবং অন্যান্য আরও কিছু ভাষায় মুক্তি পাবে।
advertisement
ডালকার ইতিমধ্যেই এই ছবির কিছু অংশ শুট করে নিয়েছেন। অভিনেতাকে এখানে লেফটেন্যান্টের চরিত্রে দেখা যাবে। যাঁর নাম রাখা হয়েছে ‘রাম’। ছবিটিতে মিউজিক কম্পোজ করেছেন বিশাল চন্দ্রশেখর (Vishal Chandrasekhar) এবং ক্যামেরায় থাকছেন দিবাকর মানি (Dibakar Mani)। ছবিটিতে আর্ট ডিরেকশন ডিপার্টমেন্টটি দেখছেন বৈষ্ণবী রেড্ডি (Vaishnavi Reddy), অন্যদিকে প্রোডাকশন ডিজাইন দেখছেন সুনীল বাবু (Sunil Babu)। যুদ্ধম থো রসিনা প্রেম কথা ছবির প্রযোজনা সংস্থা মহানটী (Mahanati) এবং যতি রত্নালু (Jathi Ratnalu)-র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে। এবার দেখার যে বি-টাউন-এর কোন অভিনেত্রী ডালকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন!