TRENDING:

জলের তলায় ঠোঁটে ঠোঁট, ঠোঁটঠাসা চুমু ! গোয়ায় ঘনিষ্ঠ দিশা পাটানি, আদিত্য রয় কাপুর

Last Updated:

অন্তরঙ্গ দিশা, আদিত্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একে গোয়া, তায় গভীর জলের নীচে ঘনিষ্ট চুমু... উফফ... রোম্যান্সের সেরা! পাত্র-পাত্রীর নাম শুনলে বিষয়টা আরও জমে ক্ষীর হবে... দিশা পাটানি আর আদিত্য রয় কাপুর।
advertisement

'আশিকি২' পরিচালক মোহিত সুরির আগামি ছবি 'মালাং'-এর শ্যুটিংয়ে এমনই এক চমক অপেক্ষা করছে! গভীর জলের তলায় চুমু খাচ্ছেন 'গরমাগরম' জুটি দিশা আর আদিত্য! শ্যুটিং হল গোয়ায়, জলে নামার আগে, সুইমস্যুটে পোজ দিলেন নায়ক-নায়িকা। কাকে ছেড়ে কাকে দেখবেন ? একদিকে কালো ডাইভিং স্যুটে যেমন সুপার সেক্সি দিশা, বেয়ার বডি-র আদিত্যর থেকেও চোখ ফেরানো দায়! ছবিতে দিশা, আদিত্যর পাশাপাশি রয়েছেন অনিল কাপুর এবং কুণাল খেমুও।

advertisement

ইউনিটের ইউনিটের এক সদস্যর থেকে জানা যায়, আন্ডারওয়াটার কিস-এর শট-এর জন্য বিশেষ প্রশিষক্ষণ দেওয়া হয়েছে দিশা, আদিত্যকে। সবথেকে কঠিন ছিল, জলের তলায় দু'জনের একইসঙ্গে, একই ছব্দে নিশ্বাস নেওয়া ও ছাড়া। এক টেকে হয়ওনি, শট-টার বেশ কয়েকবার টেক দিতে হয়। মালাং'-এর কেন্দ্রে রয়েছে প্রতিষোধ নেওয়ার এক গল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর কয়েক ঘণ্টা বাদেই বর্ষবরণ! আসছে ২০২০। এই'বছর বলিটাউন একগুচ্ছ 'চমক' নিয়ে অপেক্ষায় রয়েছে! একদিকে যেমন, অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'-এ প্রথমবার জুটি বাঁধছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, তেমনি 'মালাং'-এ প্রথমবার দেখা মিলতে চলেছে দিশা, আদিত্যর।

বাংলা খবর/ খবর/বিনোদন/
জলের তলায় ঠোঁটে ঠোঁট, ঠোঁটঠাসা চুমু ! গোয়ায় ঘনিষ্ঠ দিশা পাটানি, আদিত্য রয় কাপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল