তরুণ অভিনেতার মৃত্যুর পর দু’সপ্তাহের বেশি কেটে গিয়েছে ৷ কিন্তু সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারছে না গোটা দেশ ৷ বান্দ্রার ফ্ল্যাটে অভিনেতার ঝুলন্ত দেহ পাওয়ার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । সেই রিপোর্টের ভিত্তিতে সুশান্তের মৃত্যুকে ‘আত্মহত্যা’-ই বলা হয় ৷ কিন্তু সুশান্তের ফ্যানরা তা মানতে নারাজ ৷ তাঁদের অনেকেই সিবিআই তদন্তের দাবিও করেছেন আসল সত্য উদ্ঘাটনের স্বার্থে ৷
advertisement
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত যাঁদের বয়ান নেওয়া হয়েছে তাঁদের মধ্যে সুশান্তের পরিবারের সদস্যরা ছাড়াও রয়েছেন তাঁর বন্ধু-বান্ধব ও কাজের সূত্রে যুক্ত কয়েকজন। বয়ান রেকর্ড করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীরও।
advertisement
Location :
First Published :
July 06, 2020 1:35 PM IST