TRENDING:

‘দেশের বর্তমান পরিস্থিতি কী, তা চারপাশের ঘটনা থেকেই পরিষ্কার’: কবীর খান

Last Updated:

কবীর জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি হতাশ ৷ প্রচণ্ড দুঃখ পেয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:জামিয়া মিলিয়ায় গুলি চালানোর ঘটনা নিয়ে তিনি হতাশ৷ কলকাতায় ওয়েব সিরিজ ‘দ্য় ফরগটেন আর্মি’-র প্রচারে এসে এমনটাই জানালেন পরিচালক কবীর খান৷
advertisement

‘বজরংঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’, ‘টিউবলাইট’৷ তাঁর ছবির তালিকাতেই স্পষ্ট কবীর খানের দেশপ্রেম৷ ‘দ্য় ফরগটেন আর্মি’, ‘৮৩’, সি এ এ ,  এন আর সি, নিয়ে সরব হয়েছেন বারবার৷  মুম্বইতে প্রতিবাদীদের পাশে  দাঁড়িয়েছেন। নতুন বছরে  তিনি বেশ চর্চায় রয়েছেন, বলাই যায়৷  এর মাঝেই কলকাতায় ওয়েব সিরিজের প্রচারে এসে  জামিয়া মিলিয়ায় গুলি চালানোর ঘটনায় সরব হলেন কবীর খান।

advertisement

কবীর জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি হতাশ৷ দুঃখ পেয়েছেন তিনি। কবীর জামিয়া মিলিয়ার প্রাক্তনী, তাই দুঃখটা মনে বিধেছে বেশি৷  যদি তা নাও হতেন তাহলেও,  তাঁর প্রতিক্রিয়া একই রকম হতো, দাবি পরিচালকের৷

যে কোনো ভারতীয় নাগরিকের কাছেই এই ঘটনা বেদনাদায়ক। কবীরের কথায়, ' এই ঘটনা থেকেই পরিষ্কার এই মুহূর্তে দেশের পরস্থিতি কেমন । একটি ১৭ বছরের ছেলের মনে কতটা ঘৃণা, বিদ্বেষ জন্মালে ছাত্রদের ওপর বন্দুক নিয়ে এভাবে হামলা চালায় সে। আশা করব শুভ বুদ্ধির উদয় হবে অচিরেই। দেশের পরিস্থিতি পাল্টাবে। '

advertisement

তারকারা  দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন না৷ কিংবা কোনও বিষয়ে সদর্থক কোনও মন্তব্য করেন না৷ এ ধরনের সমালোচনা প্রায়শই হয়ে থাকে। সে বিষয়েও কবীরের চাঁচাছোলা জবাব, ‘যাঁরা সমালোচনা করেন তাঁরা কখনওই যাঁরা মুখ খোলেন তাঁদের পাশে দাঁড়ান না৷ জে এন ইউ তে দীপিকা যাওয়ায় যে ভাবে তাঁর ছবিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল তারপরে ক‘জন তারকা প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাবেন’, সে প্রশ্নও তুললেন কবীর।

advertisement

তাঁর মতে ' নাগরিক সমাজকে পাশে দাঁড়াতে হবে। সমালোচনা, ট্রলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রকাশ্যে সমর্থন জানাতে হবে তবেই তারকারা সাহস করে এগিয়ে আসবেন ' ৷

তবে এই নেতিবাচক পরিস্থিতিতে কবীর আশা রাখেন যে দিন পাল্টাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Debopriyo Dutta Majumder

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দেশের বর্তমান পরিস্থিতি কী, তা চারপাশের ঘটনা থেকেই পরিষ্কার’: কবীর খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল