শনিবার, অনুরাগ কাশ্যপ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘নবাগতদের সাহায্য করার চেষ্টা করে আমি অনেক সময় নষ্ট করেছি। এবং বেশিরভাগের মধ্যেই মধ্যমেধার প্রতিফলন দেখেছি। তাই এখন আমি আর যে কোনও কারও সঙ্গে করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা মনে করে যে তারা সৃজনশীল প্রতিভা। তাই আমি ঠিক করেছি, যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, ১০-১৫ মিনিটের জন্য আমি ১ লাখ, আধ ঘণ্টার জন্য ২ লাখ এবং ১ ঘণ্টার জন্য ৫ লাখ টাকা চার্জ করব। এটাই রেট। মানুষের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে করতে আমি ক্লান্ত। আপনি যদি সত্যিই মনে করেন যে আপনি এই খরচ বহন করতে পারেন, আমাকে কল করুন অথবা আমার থেকে দূরে থাকুন। এবং সমস্ত টাকা অগ্রিম দিতে হবে।’
advertisement
ক্যাপশনে লিখলেন, ‘আমি যা বললাম, সেটাই সত্যি, আমাকে মেসেজ করা, কল করা বন্ধ করুন। টাকা দিন, সময় পেয়ে যাবেন। সেই মানুষগুলিকে আমি আর সহ্য করতে পারছি না যারা শর্টকাট রাস্তা নিয়ে চলে।’
আরও পড়ুন: পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সবথেকে সুখী কোনটি জানেন? ভারত কত নম্বরে রয়েছে! চমকে দেওয়া তথ্য
এরই মাঝে খবর তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অনুরাগ। পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু তাঁর। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক তামিল অভিনেতা এবং সংগীতশিল্পী জিভি প্রকাশের সঙ্গে কাজ করবেন। এর আগে ২০১৮ সালে তামিল ছবি ‘ইমাইক্কা নোদিগাল’-এ অনুরাগ অভিনয় করেছিলেন নয়নতারা, বিজয় সেতুপতী এবং অথরভার সঙ্গে।