TRENDING:

স্বয়ম্বরে নিজের তিন বোনের সঙ্গে বিবাহ বাসরে সীতা, অতীতের বিরল ছবি শেয়ার করলেন দীপিকা

Last Updated:

সীতা, ঊর্মিলা, মাণ্ডবী আর শ্রুতকীর্তি । চার বোনের প্রত্যেকেই বধূ বেশে সজ্জিত । বরমালা হাতে নিয়ে নিজের নিজের ভাগ্য বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকা চিখালিয়া তাঁর আসল নাম হতে পারে, কিন্তু আমসুদ্রহিমাচল তাঁকে অন্য একটি নামে ডাকতেই বেশি পছন্দ করে । তিনি পর্দার সীতা । দূরদর্শনের বিখ্যাত সেই ‘রামায়ণ’-র রাম ভার্যা সীতা তিনি ।
advertisement

এখন দীপিকার বয়স ৫৪ । কিন্তু এখনও তাঁর মুখে লেগে রয়েছে পুরনো সেই লাবণ্যের ছটা । সোশ্যাল মিডিয়ায় প্রয়শই নিজের ছবি-ভিডিও শেয়ার করেন অভিনেত্রী । কখনও বা স্মৃতি রোমন্থন করতে করতে ফিরে যান অতীতে । আর সেই অতীত ঘাঁটলেই উঠে আসে ফেলে আসে কিছু মণিমাণিক্য ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বার দীপিকা শেয়ার করলেন নিজের তিন বোনের সঙ্গে পর্দার সীতার ছবি । ছবিটি সীতা স্বয়ম্বরের । সীতা, ঊর্মিলা, মাণ্ডবী আর শ্রুতকীর্তি । চার বোনের প্রত্যেকেই বধূ বেশে সজ্জিত । বরমালা হাতে নিয়ে নিজের নিজের ভাগ্য বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা । এই ছবি শেয়ার করে দীপিকা লিখলেন, ‘বোনরা সবাই অপেক্ষা করে রয়েছে... তাঁরা একই অ্যাম্বোলিক্যাল কর্ডে যুক্ত, তবু তাঁরা কত আলাদা, আর তাঁদের জীবনও...।’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বয়ম্বরে নিজের তিন বোনের সঙ্গে বিবাহ বাসরে সীতা, অতীতের বিরল ছবি শেয়ার করলেন দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল