কিংবদন্তি তারকা দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত পেশোয়ারে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ১১ ডিসেম্বর। বাবা লালা গোলাম সারওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে পরিবার নিয়ে মুম্বইয়ে চলে আসেন তাঁরা। কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল সরবরাহকারী। ১৯৪৪ সালে 'জোয়ার ভাটা' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। ১৯৪৭ ও ১৯৪৮ সালে যথাক্রমে 'জুগনু' ও 'শহিদ' সিনেমা বাণিজ্যসফল হওয়ার পর আর পিছন ফিরে তাকাননি। ১৯৭৬ পর্যন্ত চুটিয়ে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার পুরোদমে। ১৯৯৮ সালে তাঁর শেষ ছবি 'কিলা'।
advertisement
রইল দিলীপ কুমারের সেরা কয়েকটি গান। শুনুন...
পাহাড়ের কোলে দিলীপ কুমারের রোম্যান্টিক এই গান আজও অন্যতম সেরা। ১৯৫৮ সালে 'মধুমতি' ছবিতে শোনা গিয়েছিল এই গানটি।
পাঁচ দশকের পুরনো হলেও, ও পি নাইয়ারের তৈরি, মহম্মদ রফি ও আশা ভোঁশলের গাওয়া এই গান এখনও অমর। ১৯৫৭ সালে 'নয়া দওর' ছবিতে দেখা গিয়েছিল দিলীপ কুমার ও বৈজন্তীমালাকে।
১৯৬০ সালে 'কোহিনূর' ছবির এই গানটি দিলীাপ কুমারের জীবনের অন্যতম সেরা একটি গান। গেয়েছিলেন মহম্মদ রফি ও লিখেছিলেন নওশাদ।
১৯৫৭ সালের 'নয়া দওর' ছবির ইয়ে দেশ হ্যায় বীর জওয়ানও কা আজও সেরা দেশাত্মবোধন গানের একটি।
১৯৬১ সালে 'গঙ্গা যমুনা' ছবির এই গানটি এখনও সমান জনপ্রিয়। গেয়েছিলেন রফি, লেখা নওশাদের।
১৯৭৩ সালে 'গোপি' ছবির শালা ম্যায় তো সাহাব বন গয়া আজও একইরকম প্রিয় দর্শকের কাছে।
গত ৩০ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বহু বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি।