ফলে, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এই ছবি নিয়ে যে কমেন্টের ঝড় বয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিক ভাবেই সবাই জানতে চেয়েছেন যে দিয়া কী ভাবে দুর্ঘটনার মুখে পড়েছেন! তবে এই প্রসঙ্গে নায়িকার পুরো সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে সঙ্গের লেখায়। ছবিতে সারা মুখ জুড়ে কালসিটে এবং ঠোঁটের কোণে রক্ত দেখা গেলেও দিয়ার মুখে দেখা যাচ্ছে এক অনির্বচনীয় প্রশান্তি, এত আঘাত পেলে কি মানুষ শান্ত থাকতে পারে? আবার ছবিতে নায়িকার দুই কানে হেডফোন গোঁজা রয়েছে দেখা যাচ্ছে, এই ব্যাপারটাও বিস্ময়ের উদ্রেক করে- আঘাতের যন্ত্রণার মাঝে গান বা মিউজিক শোনা কি আদপে সম্ভব?
advertisement
দিয়া কিন্তু ভক্তদের বিভ্রান্ত করতে চাননি! তিনি পোস্টে সাফ লিখেই দিয়েছেন যে এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া কাফির ছবির দৃশ্য। এই পোস্ট আদতে নায়িকা করেছেন সাম্প্রতিক বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে। তিনি লিখেছেন যে যোগ হল একটি অনির্বচনীয় শক্তি, এটি মানুষের জীবন পরিবর্তন করার ক্ষমতা ধরে। তিনি যেখানেই থাকুন না কেন, বাড়ি বা কর্মক্ষেত্র, যোগাভ্যাস তিনি কখনও ত্যাগ করেন না! সঙ্গে তিনি উল্লেখ করে দিতে ভোলেননি যে এগুলো আসল ক্ষত নয়!
তবে অনেক সোশ্যাল মিডিয়া ইউজার আবার মন্তব্য করতে ছাড়ছেন না যে এই নকল ক্ষতের কথাটা দিয়ার লেখার একেবারে শুরুতেই উল্লেখ করে দেওয়া উচিত ছিল; তাহলেই আর এত গোলযোগের সৃষ্টি হত না!