TRENDING:

Dia Mirza: 'জনসমক্ষে স্তন্যপান করানো একটি বড় সমস্যা', সদ্য মা হয়ে উপলব্ধি দিয়া মির্জার

Last Updated:

সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। একদিকে যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই বেশ কিছু সমস্যারও সম্মুখীন হচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। একদিকে যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই বেশ কিছু সমস্যারও সম্মুখীন হচ্ছেন তিনি। আর তার মধ্যে অন্যতম হল সন্তানকে স্তন্যপান করানো। দিয়ার মতে, সন্তানকে মা নির্দ্বিধায় স্তন্যপান করাতে পারে, এমন নিরাপদ জায়গার অভাব রয়েছে। এছাড়াও জনসমক্ষে স্তন্যপান করাতে গেলেই সেই মা-কে লজ্জিত বোধ করতে বাধ্য করা হয় বলেও মনে করেন অভিনেত্রী।
advertisement

বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে এক সংবাদমাধ্যমের কাছে দিয়া বলেন, নতুন মা হয়েছেন যাঁরা তাদের স্তন্যপান করানোর নিরাপদ জায়গা নেই। বিশেষ করে সেই মায়েরা যদি আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের থেকে আসেন। আমরা কেন কখনও এদিকে নজর দিইনি যে কনস্ট্রাকশন সাইট, কারখানা, চাষের এলাকা, রাস্তার ধারে ছোট স্টল এগুলিতে একজন মায়ের সন্তানতে স্তন্যপান করাতে কতটা অসুবিধা হয়?"

advertisement

দিয়া আরও বলছেন, বেলজিয়ামে জনসমক্ষে স্তন্যপান করানো আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু ভারতে এই বিষয়ে সামাজিক আচরণেই পরিবর্তন আনতে হবে। শিশুকে স্তন্যপান করানো প্রাকৃতিক একটা বিষয় হিসেবেই মানা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রথম ৬ মাস শিশুদের স্তন্যদুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে। আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত কারণ আমাদের দেশে শিশুমৃ্ত্যুর অন্যতম কারণ অপুষ্টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মে মাসে দিয়া ও বৈভব সন্তানের জন্ম দেন। পুত্র সন্তানের নাম রাখেন আভ্যান। তবে জুলাই মাসে সেই খবর তিনি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে শিশুর হাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্য়া হয়েছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক ভাবে মিটেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dia Mirza: 'জনসমক্ষে স্তন্যপান করানো একটি বড় সমস্যা', সদ্য মা হয়ে উপলব্ধি দিয়া মির্জার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল