বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে এক সংবাদমাধ্যমের কাছে দিয়া বলেন, নতুন মা হয়েছেন যাঁরা তাদের স্তন্যপান করানোর নিরাপদ জায়গা নেই। বিশেষ করে সেই মায়েরা যদি আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের থেকে আসেন। আমরা কেন কখনও এদিকে নজর দিইনি যে কনস্ট্রাকশন সাইট, কারখানা, চাষের এলাকা, রাস্তার ধারে ছোট স্টল এগুলিতে একজন মায়ের সন্তানতে স্তন্যপান করাতে কতটা অসুবিধা হয়?"
advertisement
দিয়া আরও বলছেন, বেলজিয়ামে জনসমক্ষে স্তন্যপান করানো আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু ভারতে এই বিষয়ে সামাজিক আচরণেই পরিবর্তন আনতে হবে। শিশুকে স্তন্যপান করানো প্রাকৃতিক একটা বিষয় হিসেবেই মানা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রথম ৬ মাস শিশুদের স্তন্যদুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছে। আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত কারণ আমাদের দেশে শিশুমৃ্ত্যুর অন্যতম কারণ অপুষ্টি।
মে মাসে দিয়া ও বৈভব সন্তানের জন্ম দেন। পুত্র সন্তানের নাম রাখেন আভ্যান। তবে জুলাই মাসে সেই খবর তিনি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে শিশুর হাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্য়া হয়েছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক ভাবে মিটেছে।