TRENDING:

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! তারমধ্যেই শরীরচর্চার ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী ব্র‌ুনা আব্দুল্লাহ

Last Updated:

এবার মা হতে চলেছেন সেই ব্রাজিলিয়ান সুপার মডেল ও অভিনেত্রী ব্র‌ুনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এই অবস্থাতেও তিনি দারুণ ফিট ৷ পাঁচ মাসের গর্ভবতী তিনি ৷ তবু শরীরচর্চায় কোনও গাফলতি নেই ‘গ্র্যান্ড মস্তি’র অভিনেত্রী ব্র‌ুনা আব্দুল্লাহর ৷
advertisement

দিন কয়েক আগেই নিজের প্রেগন্যান্সির খবর শেয়ার করেছিলেন ব্র‌ুনা ৷ জানিয়েছিলেন বয়ফ্রেন্ড অ্যালান ফ্রাসের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি ৷ বিয়ের আগেই বাবা-মা হওয়ার সাহসী সিন্ধান্ত নিয়েছেন ব্ল‌ুনা ও অ্যালান ৷ তবে দুই পরিবারের তরফেই এ নিয়ে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন এই লভ বার্ডস ৷

এমি জ্যাকসন, গ্যাব্রিয়েলার পর ফের এরকম সাহসী সিদ্ধান্ত নিল বলিউড ৷ তবে ব্র‌ুনা আব্দুল্লাহকে সেই অর্থে বলিউডের অভিনেত্রী বলা চলে না ৷ ‘আই হেট লভ স্টোরি’, ‘গ্র্যান্ড মস্তি’তে অভিনয় করেছিলেন তিনি ৷ ‘দেশি বয়েজ’র গানে তাঁকে নাচতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার আর জন আব্রাহামের সঙ্গে ৷ এবার মা হতে চলেছেন সেই ব্রাজিলিয়ান সুপার মডেল ও অভিনেত্রী ব্র‌ুনা ৷

advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্র‌ুনা জানান, বিয়ে একটা কাগজের টুকরো ছাড়া আর কিছু নয় ৷ সেটা কখনওই একটা সম্পর্কে জুড়ে রাখতে যথেষ্ট নয় ৷ তিনি বলেন, ‘‘ভালবাসাই দু’জন মানুষকে একসঙ্গে দীর্ঘদিন রাখতে পারে ৷ অনেকক্ষেত্রেই ডিভোর্স হয়ে যায় ৷ কেউ কেউ আবার অসুখী হয়েও একসঙ্গে থাকতে বাধ্য হন ৷’’

ব্র‌ুনা জানিয়েছেন, তাঁদের সন্তান সুস্থ আছে ৷ সে এখন ২২ সপ্তাহের ৷ তিনি ও অ্যালান এই দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! তারমধ্যেই শরীরচর্চার ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী ব্র‌ুনা আব্দুল্লাহ