TRENDING:

ঠোঁটঠাসা চুমু , রোম্যান্টিক ছবি পোস্ট করে 'সুখবর'টা দিলেন বলি নায়িকা

Last Updated:

অনেক জল্পনার পর অবশেষে সুখবরটা দিলেন বলি নায়িকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান! এনগেজমেন্ট সেরেই ফেললেন বলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' স্টার ইভেলিন শর্মা। তুষান ভিন্ডির সঙ্গে শুরু হল নতুন জীবনের পথ চলা। তুষার অস্ট্রেলিয়ায় থাকেন, পেশায় ডেন্টাল সার্জন। গত একবছর ধরে প্রেম করছেন কপোত-কপোতি।
advertisement

ইভেলিনের এনগেজমেন্ট বলে কথা! আর পাঁচজনের মত নয়, 'স্পেশ্যাল'ভাবে সুখবরটা জানালেন নায়িকা। সমুদ্রের মাঝে দুজনের আলিঙ্গনাবদ্ধ, ঠোঁটে ঠোঁট, ঠোঁটঠাসা চুমু...! সিডনির হারবার ব্রিজে ইভেলিনকে প্রোপোজ করেন তুষার, হয় আংতি বদল। এহেন একটি রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এনগেজমেন্টের খবর জানান ইভেলিন। সুন্দরীকে শেষবার দেখা গিয়েছে 'সাহো'তে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঠোঁটঠাসা চুমু , রোম্যান্টিক ছবি পোস্ট করে 'সুখবর'টা দিলেন বলি নায়িকা