সংবাদ সংস্থা ANI-কে সোলাঙ্কি জানিয়েছেন, লকডাউনে সব ছবির শ্যুটিং বন্ধ৷ কাজ নেই৷ বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিয়েছেন৷
advertisement
তিনি আরও জানান, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের একটি ছবির শ্যুটিং শুরু হওয়া কথা ছিল৷ কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে প্রজেক্ট বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, 'তাও যদি লকডাউন না হত, মুম্বইয়ে হয়তো ছোটখাটো রোল পেয়ে যেতাম৷ আমার খুব আপশোস, ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারলাম না৷ যদি করোনা ও লকডাউন না থাকত, ওই ছবিতে আমি কাজ করতাম৷'
advertisement
২৫ বছর ধরে দিল্লির বাসিন্দা সোলাঙ্কি৷ প্রতিদিন খুব ভোরে ওখলা মাণ্ডিতে চলে যান ফল কিনতে৷ তারপর রাস্তায় বিক্রি শুরু করেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2020 1:42 PM IST