২৯ তম দিনে যেমন রাকেশ বাপট (Raqesh Bapat) শমিতা শেঠি (Shamita Shetty)-কে পরামর্শ দেন যে নমিনেশন থেকে বাঁচতে তাদের নিশান্ত ভাট (Nishant Bhat) এবং দিব্যা আগরওয়ালের (Divya Agarwal)-এর সঙ্গে জোট তৈরি করা উচিত। কিন্তু এই প্রস্তাবে খুশি হননি তাঁর কানেকশন শমিতা শেঠি। এরপরই রাকেশ ও শমিতা বিতর্কে জড়িয়ে পড়েন। এই প্রসঙ্গে শমিতা রাকেশকে কটাক্ষ করে বলেন যে তিনি দিব্যাকে বিশ্বাস করেন না বলে তাঁর সঙ্গে খেলতে পারবেন না। তবে তাঁর ভালো বন্ধু নেহা ভাসিন (Neha Bhasin)- কে সমর্থন করতে চান শমিতা। শমিতার এই মনোভাবে রাকেশের মনে হয় যে রাকেশের স্ট্র্যাটেজি ঠিকমতো না শুনেই শমিতা তাঁকে অপমান করছেন। এই প্রসঙ্গে শমিতার প্রভাবশালী আচরণ এবং কারোর কথা না শোনার প্রসঙ্গেও শমিতার সঙ্গে রাকেশের বেশ কিছুক্ষণ বিতর্ক হতে দেখা যায়। যদিও উভয়ে পরে ঝামেলা মিটিয়ে নেন। শমিতা রাকেশের কথায় মান্যতা দিতেও রাজি হন।
advertisement
কিছুক্ষণ পরেই খেলার নতুন মোড় নেয়। যখন কানেকশন ছাড়াই এবার প্রতিযোগীদের নিজেদের চিন্তাভাবনা ও স্ট্র্যাটেজি অনুযায়ী একা খেলার কথা ঘোষণা করেন বিগ বস। বিগ বস জানিয়ে দেন যে সকল প্রতিযোগী নিশান্ত (Nishant), মুজ জাটানা (Moose Jatana), দিব্যা আগরওয়াল (Divya Agarwal), রাকেশ, শমিতা, নেহা ভাসিন এবং প্রতীক সহজপাল (Pratik Sehajpal) তাঁদের নিজেদের খেলা খেলবেন।
এরপর বিগ বস সমস্ত প্রতিযোগীকে লিভিং রুমে একত্রিত হতে বলেন। পরবর্তীকালে কনফেশন রুমে একের পর এক প্রতিযোগীকে চলতি সপ্তাহের দুইজন প্রতিযোগীকে নমিনেট করার জন্য ডাকা হয়। নমিনেশন পর্বে যেখানে শমিতা, দিব্যা ও মুজের নাম নেন এবং প্রতীক ও মুজের নাম নেন রাকেশ। আবার দিব্যা জানান যে তিনি নেহা ও প্রতীককে নমিনেট করতে চান। অন্যদিকে, মুজ নমিনেট করেন নেহা ও শমিতাকে। প্রতীক, দিব্যা ও রাকেশের নাম নেন এবং নেহা, মুজ ও দিব্যাকে নমিনেট করেন। নমিনেশনের জন্য শমিতা ও নেহার বিপক্ষে নিশান্তের ভোট যায়। এরপরই বিগ বসের তরফে ঘোষণা করা হয় যে এই সপ্তাহে ঘর থেকে বেরোবার জন্য নমিনেট হয়েছেন দিব্যা, মুসকান, নেহা, প্রতীক ও শমিতা। আপাতত নমিনেশন থেকে রক্ষা পেয়ে স্বস্তিতে রয়েছেন নিশান্ত ও রাকেশ।