TRENDING:

Bigg Boss OTT: লাস্যময়ী রূপে বিগ বস ওটিটিতে এসে সকলের নজরে এলেন নিকি তাম্বোলি

Last Updated:

নিকি বিগ বস ১৪-এর বিজয়ী রুবিনা দিলায়েক (Rubina Dilaik)- এর সঙ্গে বিগ বসের ঘরে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগ বস ১৪ (Bigg Boss 14)-এর পর অভিনেত্রী নিকি তাম্বোলি (Nikki Tamboli) মুম্বইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডে এখন বেশ পরিচিত নাম। সম্প্রতি, খতরো কা খিলাড়ি (Khatron Ke Khiladi) ১১তম সিজনেও অংশ নিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। বয়সে বেশ ছোট হলেও যে কোনও জায়গায় মনোযোগ আকর্ষণের কৌশল জানেন নিকি তাম্বোলি। যার ব্যতিক্রম ছিল না Bigg Boss OTT-র সানডে কা বার পর্বে তাঁর সাম্প্রতিক উপস্থিতি। বিগ বসের মঞ্চে সোনালি চুলে গোলাপী গাউন পরে নিকির দিকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না। নিকির পোষাকটি ছিল একটি হাল্টার স্টাইলের নেকলাইন যার সামনের অংশ কাটা এবং লম্বা নীচের অংশটি মাটিতে লাগানো ছিল, সঙ্গে নিকি কোমরে একটি কালো চকচকে বেল্টও পরেছিলেন। নিকির মেকআপটও তাঁর গ্ল্যামারাস পোশাকের সঙ্গে একেবারে মানানসই হয়েছিল যা অভিনেত্রীর ব্যক্তিত্বকে ফুটিতে তুলতে সাহায্য করে।
advertisement

নিকি বিগ বস ১৪-এর বিজয়ী রুবিনা দিলায়েক (Rubina Dilaik)- এর সঙ্গে বিগ বসের ঘরে আসেন। রূপোলি রং-এর শাড়ি পরে বিগ বসের ঘরে পা রাখেন রুবিনা। বিগ বসের ঘরের দুই প্রাক্তন সদস্যকে স্বাগত জানিয়ে চলতি সিজনে তাঁদের প্রিয় প্রতিযোগীদের সম্পর্কে জিজ্ঞাসা করেন সঞ্চালক করণ জোহর (Karan Johar)। যার পরিপ্রেক্ষিতে রুবিনা জানান যে শমিতা শেঠি (Shamita Shetty) তাঁর প্রিয় প্রতিযোগী, অন্যদিকে নিকি প্রতীক সহজপালের (Pratik Sehajpal) প্রতি তাঁর পছন্দ প্রকাশ করতে পিছপা হননি। যদিও নিজের পছন্দের প্রেক্ষিতে কারণও ব্যখ্যা করেন নিকি। প্রতীকের আচরণের জন্যই তাঁকে পছন্দ করেন বলে জানান নিকি। একইসঙ্গে নিকির মতে প্রতীক চালাক, হট এবং অবিবাহিতও। তাই ভবিষ্যতে প্রতীকের সঙ্গে জোট বাঁধতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন নিকি তাম্বোলি। একইসঙ্গে বিগ বসের ঘরে প্রতীকের বেশ ভালো জার্নি শুরু হলেও সাম্প্রতিক পর্বে তিনি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছেন বলে নিকি কিছুটা নিরাশ হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুবিনা ও নিকি প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতা সেরে বিগ বসের ঘরে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন যে খুব গুরুত্বপূর্ণ তা প্রতিযোগীদের পরামর্শ দেন। নিজেদের মতামত শেয়ার করে প্রতিযোগীদের সঙ্গে তাঁরা একটি আকর্ষণীয় খেলাও খেলেন। খেলাটি এমন ছিল যে নিকি ও রুবিনা প্রতিযোগীদের প্রত্যেককে একটি করে টাইটেলের আখ্যা দেন। আর তাঁদের দেওয়া টাইটেলের সঙ্গে অন্যান্য যে সকল প্রতিযোগী একমত না হবেন তাঁদের সেই প্রতিযোগীদের ছবি নষ্ট করতে হয়েছিল। তবে প্রিয় প্রতিযোগী প্রতীকের সঙ্গে ফ্লার্ট করার জন্য এই সুযোগও নিকি একেবারেই ছাড়েননি। এমনকী নিকি বলেন যে তিনি প্রতীকের প্রেমে পড়েছেন। তাই প্রতীক বিবাহিত কিনা সেবিষয়ে নিশ্চিত হয়ে তাঁকে বিগ বসের ঘরের বাইরে দেখা করারও প্রস্তাব দেন নিকি তাম্বোলি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: লাস্যময়ী রূপে বিগ বস ওটিটিতে এসে সকলের নজরে এলেন নিকি তাম্বোলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল