নিকি বিগ বস ১৪-এর বিজয়ী রুবিনা দিলায়েক (Rubina Dilaik)- এর সঙ্গে বিগ বসের ঘরে আসেন। রূপোলি রং-এর শাড়ি পরে বিগ বসের ঘরে পা রাখেন রুবিনা। বিগ বসের ঘরের দুই প্রাক্তন সদস্যকে স্বাগত জানিয়ে চলতি সিজনে তাঁদের প্রিয় প্রতিযোগীদের সম্পর্কে জিজ্ঞাসা করেন সঞ্চালক করণ জোহর (Karan Johar)। যার পরিপ্রেক্ষিতে রুবিনা জানান যে শমিতা শেঠি (Shamita Shetty) তাঁর প্রিয় প্রতিযোগী, অন্যদিকে নিকি প্রতীক সহজপালের (Pratik Sehajpal) প্রতি তাঁর পছন্দ প্রকাশ করতে পিছপা হননি। যদিও নিজের পছন্দের প্রেক্ষিতে কারণও ব্যখ্যা করেন নিকি। প্রতীকের আচরণের জন্যই তাঁকে পছন্দ করেন বলে জানান নিকি। একইসঙ্গে নিকির মতে প্রতীক চালাক, হট এবং অবিবাহিতও। তাই ভবিষ্যতে প্রতীকের সঙ্গে জোট বাঁধতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন নিকি তাম্বোলি। একইসঙ্গে বিগ বসের ঘরে প্রতীকের বেশ ভালো জার্নি শুরু হলেও সাম্প্রতিক পর্বে তিনি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছেন বলে নিকি কিছুটা নিরাশ হয়েছেন।
রুবিনা ও নিকি প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতা সেরে বিগ বসের ঘরে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন যে খুব গুরুত্বপূর্ণ তা প্রতিযোগীদের পরামর্শ দেন। নিজেদের মতামত শেয়ার করে প্রতিযোগীদের সঙ্গে তাঁরা একটি আকর্ষণীয় খেলাও খেলেন। খেলাটি এমন ছিল যে নিকি ও রুবিনা প্রতিযোগীদের প্রত্যেককে একটি করে টাইটেলের আখ্যা দেন। আর তাঁদের দেওয়া টাইটেলের সঙ্গে অন্যান্য যে সকল প্রতিযোগী একমত না হবেন তাঁদের সেই প্রতিযোগীদের ছবি নষ্ট করতে হয়েছিল। তবে প্রিয় প্রতিযোগী প্রতীকের সঙ্গে ফ্লার্ট করার জন্য এই সুযোগও নিকি একেবারেই ছাড়েননি। এমনকী নিকি বলেন যে তিনি প্রতীকের প্রেমে পড়েছেন। তাই প্রতীক বিবাহিত কিনা সেবিষয়ে নিশ্চিত হয়ে তাঁকে বিগ বসের ঘরের বাইরে দেখা করারও প্রস্তাব দেন নিকি তাম্বোলি।