এরপরে উর্ফি জাভেদ (Urfi Javed) ও অক্ষরা সিং, শমিতা শেট্টির এখনকার বয়স নিয়ে আলোচনা করেন। উর্ফিকে, অক্ষরা বলেন সমিতার বয়স এখন প্রায় ৪২-৪৩। এই কথা শুনে অবাক হয়ে যান উর্ফি। অক্ষরা বলেন, তাঁর মায়ের বয়সী অভিনেত্রী শমিতা। তাই সমিতাকে ‘মাসি’ বলে সম্বোধন করার কথা বলেন তিনি। এই সব কথাবার্তা চলাকালীন দুজনেই হেসে লুটিপুটি খাচ্ছিলেন।
advertisement
ওই কথোপকথনে উর্ফি বলেন শমিতা এর আগেও বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। তবে সেবার তিনি তেমনকিছু করতে পারেননি। তাই এবার ঘরে ছুকেই কিছু একটা করার চেষ্টায় রয়েছেন। অক্ষরা এইসব জেনে একটু অবাক হয়েছিলেন। কারণ, তিনি নাকি জানতেনই না যে সমিতা এর আগেও বিগ বসে এসেছিলেন। তাবে যাই হোক অক্ষরা জানিয়েছেন, তিনি শমিতাকে নিয়ে যা ভাবছেন তাই তিনি ভাববেন, মনোভাব বদল তিনি এখনই করবেন না।
শমিতাও অক্ষরার ব্যবহার নিয়ে অভিযোগ করেছেন দিব্যা আগরওয়ালের (Divya Agarwal) কাছে । তিনি যে বিরক্ত অক্ষরার ব্যবহারে তা বোঝা গিয়েছে। এবারের সিজেনে ঘরে যতগুলো ঝগড়া হয়েছে তাতে বেশির ভাগ ক্ষেত্রে শমিতাকে থাকতে দেখা গিয়েছে। এর আগে দিব্যা আগরওয়াল এবং প্রতীক সহজপালের (Pratik Sehajpal) মধ্যে ঝামেলা হয়, সেখানেও অভিনেত্রী কথা বলেছেন। ২০০৯ সালের বিগ বস সিজেন ৪-এ সমিতা ছিলেন। সেবার তাঁর দিদি শিল্পা শেট্টির বিয়ের কারণে বাইরে চলে যেতে হয়েছিল।