TRENDING:

‘এক’ থেকে ‘দুই’ হলেন ‘বালিকা বধূ’র আনন্দী, নিজেই শেয়ার করলেন সুখবর

Last Updated:

‘বালিকা বধূ’র জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া । সেই পুঁচকে আনন্দী ওরফে অভিকা গৌর আজ সুন্দরী, রূপসী যুবতী । এখনও ছোট পর্দায় কাজ করছেন তিনি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘বালিকা বধূ’র সেই মিষ্টি আনন্দী । তাঁর সংসারের গল্প দর্শক দেখতেন মুগ্ধ হয়ে । কালার্সের জনপ্রিয় এই সিরিয়াল চলেছিল টানা ৮ বছর ধরে । ছোট্ট আনন্দী, জগদীশের মিষ্টি সংসারের গল্প দেখতে উৎসুক হয়ে থাকতেন দর্শকরা । ‘বালিকা বধূ’র জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া । সেই পুঁচকে আনন্দী ওরফে অভিকা গৌর আজ সুন্দরী, রূপসী যুবতী । এখনও ছোট পর্দায় কাজ করছেন তিনি । তবে মিষ্টি সেই ছোট্ট অভিকা আজ অনেকটা পরিণত, যৌবনের লাবণ্যে ভরপুর ।
advertisement

সেই অভিকার জীবনেই এ বার আরও একজনের আগমণ । তিনি আর কেউ নন, অভিকার হবু স্বামী আর বর্তমানের প্রেমিক মিলিন্দ চন্দওয়ানি । প্রাক্তন রোডিস তারকা মিলিন্দকে মনে ধরেছে অভিকার । কোনও ঢাক ঢাক গুড় গুড় না করেই সে কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন নায়িকা । সমুদ্রের তটে একটি রোম্যান্টিক ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছেন মিলিন্দের সঙ্গে । মিলিন্দ পেশায় এনজিও ক্যাম্প ডায়রিজের প্রতিষ্ঠাতা । তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেন মিলিন্দ । তাঁকে নিয়েই ভবিষ্যতে ঘর বাঁধতে চান অভিকা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সি বিচে আদুরে দু’টি ছবি পোস্ট করে লম্বা পোস্ট দিয়েছেন অভিকা । লিখেছেন, ‘‘আমার প্রার্থনা সফল হয়েছে । আমার জীবনের ভালবাসাকে আমি খুঁজে পেয়েছি । এই মানুষটি আমার, আর আমি তাঁর । সারা জীবনের জন্য ।...........’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এক’ থেকে ‘দুই’ হলেন ‘বালিকা বধূ’র আনন্দী, নিজেই শেয়ার করলেন সুখবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল