নিমন্ত্রিতরা চুটিয়ে মজা করছেন, খোশগল্পে মশগুল! আচমকাই পার্টির ছন্দপতন! পার্টি ছেড়ে বেরিয়ে গেলেন দুই খানেরই প্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা! কিন্তু কেন?
ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, অস্ট্রেলিয়া যাচ্ছিলেন অনুষ্কা! বিমানের সময় হয়ে গিয়েছিল! তাই আর দেরী না করে তড়িঘড়ি বেরিয়ে যান 'জিরো' স্টার। কিন্তু অস্ট্রেলিয়ায় তো কোনও শুটিং নেই! তাহলে ? ইন্ডাস্ট্রির একাংশের মত, ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির পাশে থাকতেই অনুষ্কার অস্ট্রেলিয়া পাড়ি! অর্থাৎ ২০১৯-এর শুরুটা বিরাট-অনুষ্কার অস্ট্রেলিয়াতেই কাটবে! গত বছরের শুরুতে সাউথ আফ্রিকা সফরের সময়েও বিরাটের সঙ্গী ছিলেন অনুষ্কা! বিরাট বরাবরই প্রকাশ্যে স্বীকার করেন, তাঁর জীবনে এবং ভাল খেলার নেপথ্যে অনুষ্কা শর্মার ভূমিকা বিশাল!
advertisement
আরও পড়ুন-ধোঁয়ায় ভরা দার্জিলিঙের রাস্তা, হেঁটে আসছেন রজনীকান্ত !