মীরাবাই চানুর মেডেল জয়ে গোটা দেশ গর্বিত ৷ টোকিও অলিম্পিক্সে তিনি রুপোর পদক জিতেছেন৷ সকলেই যখন তাঁকে অভিনন্দন জানাচ্ছেন তখন অঙ্কিতা একেবারে ঝাঁঝালো পোস্ট করেছেন৷ অঙ্কিতা নিজের পোস্টে লিখেছেন, ‘‘যদি আপনি উত্তর পূর্বের হন তাহলে আপনি তখনই ভারতীয় যখন আপনি কোনও পদক জেতেন৷ নইলে আপনাকে ‘চিঙ্কি’, ‘চাইনিজ’, ‘নেপালি’ এবং এখন করোনা বলা হয়৷ এটা নতুন নাম দেওয়া হয়েছে৷ ভারতের শুধু জাতিবিদ্বেষই নয় বর্ণ বিদ্বেষও রয়েছে৷ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি৷
কেন অঙ্কিতা এমন বলেছেন তার কারণ রয়েছে৷ অঙ্কিতা উত্তর পূর্ব ভারতের মেয়ে, পদক জয়ী মীরাবাই চানুও উত্তর পূর্ব ভারতের মেয়ে৷ অঙ্কিতার নিজের ওপর দিয়ে যা গেছে তাই মন খুলে বলেছেন অঙ্কিতা৷ তিনি নিজের অভিজ্ঞতা সামনে রেখে বলেছেন কী ভাবে উত্তর পূর্ব ভারতের মেয়েদের নানারকম নামে ডাকা হয়৷ তাঁর মতে উত্তর পূর্বের মেয়ে দেশকে সম্মান এনে দিলে তবেই ভারতের মেয়ে হিসেবে গণ্য হয়৷