খুব শীঘ্রই পাকিস্তানে এই বাড়িকে মিউজিয়ামেও পরিণত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কার্যকলাপও সম্পূর্ণ করেছে পাক সরকার। দিলীপ কুমারের নামেই তৈরি হচ্ছে এই মিউজিয়াম।
পেশোয়ারের কিসসা বাজার এলাকায় ছিল দিলীপ কুমারের বাড়ি। গত বছরই পাকিস্তান সরকার দুই ভারতীয় কিংবদন্তী অভিনেতার পৈতৃক বাড়িকে মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল। একজন দিলীপ কুমার, অন্যজন রাজ কাপুর। ২০২০-তে দিলীপ কুমারের পৈতৃক বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাংবাদিক শিরাজ হাসান। সেই ছবিগুলি তখন দেখেছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার।
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত, বুধবার সকালে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তী অভিনেতা। ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। হাসপাতালে পালমোনলজিস্ট জলিল পারকরের চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনিই প্রথন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।