TRENDING:

লতা ও আশার ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন !

Last Updated:

একেই বলে টেলিপ্যাথি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লতা মঙ্গেশকর ও আশা ভোসলে। দুই বোন। ছোট থেকেই আশা ও লতার গলায় স্বয়ং সরস্বতীর বাস। বলিউডের গানের রানি এই দুই বোন। তবে শুধু বলিউডে বললে ভুল হবে সব ভাষাতেই সর্বকালের সেরা গানগুলি রয়েছে এই দুই বোনের গলায়। বাংলা ছবি হোক বা হিন্দি লতাজি বা আশাকে ছাড়া গানটাকে জাস্ট ভাবা যেত না। এখনও তাই। বয়স হয়েছে এই দুই গায়িকারই। কিন্তু তাতে কি ! গলার যাদু কমেনি একটুও। তবে লতা মঙ্গেশকরের যত বয়স বাড়ছে গলার যাদু তত বেড়ে চলেছে। যা সত্যিই অবাক করার মতো বিষয়।
advertisement

আজ থেকে ২০ বছর আগে যেমন গলা ছিল লতার, আজও সেই গলার যাদু সুর কিছুই কমেনি। বরং বেড়েছে। বয়স ছুঁতে পারেনি তাঁর গলা। লতা এবং শ্রোতারা সব সময় কিন্তু এক নয়। শ্রোতারা দুই দলে বিভক্ত। লতা বা আশার সম্পর্ক নিজেদের মধ্যে যে খুব ভাল তা কিন্তু নয়। তবে কেউ কারও মুখ দেখেন না ! এমনটাও নয়।

advertisement

তবে এই দুই গায়িকার কথা হটাৎ করে হচ্ছে এমন নয়। অমিতাভ বচ্চন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। লতা জি ও আশা জির ছোট বেলার ছবি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে অমিতাভ লেখেন, " লতা জি ও আশা জির ছোটবেলার ছবি। আজ লতা জি তাঁর গুরুকে মনে করে ট্যুইট করেন। আর আজই আমি এই ছবিটা পেলাম। একেই বলে টেলিপ্যাথি।" বিগবি পোস্ট করার পর থেকে ভাইরাল হয়ে পড়ে এই ছবি।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
লতা ও আশার ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল