TRENDING:

ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন, ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি! নিজেই জানালেন বিগ বি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ক্রমেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন বলিউডের শাহেনশা । ঝাপসা হয়ে আসছে চোখের সামনের সবকিছুই । আজকাল চোখে ভাল দেখছেন না তিনি, এমনটাই জানালেন অমিতাভ বচ্চন । সম্প্রতি নিজের ব্লগে নায়ক জানিয়েছেন, হয়তো ক্রমশ অন্ধত্বের পথে এগোচ্ছেন তিনি ।
advertisement

বিগ বি লিখেছেন, “চোখে আজকাল ঝাপসা দেখছি। মাঝে মধ্যেই ডবল ভিশন আসছে চোখে। মনে হচ্ছে ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি। শরীরের হাজার সমস্যার মধ্যে আরও একটা যুক্ত হল।’’ বিগ বি আরও লিখেছেন, যে ছোটবেলায় চোখে কোনও আঘাত লাগলে কীভাবে যত্ন নিতেন তাঁর মা। তিনি লিখেছেন, “শাড়ির আঁচল পেঁচিয়ে একটা ছোট্ট গোল বলের বল মতো বানাতেন মা। তারপর চোখে গরম ভাপ দিয়ে সেঁক দিয়ে দিতেন। কখনও হয়তো গরম জলে তোয়ালে ভিজিয়েও চোখে সেঁক দিতেন। মায়ের ওই আদরটাই ছিল সবচেয়ে বড় ভরসা। নিমেষে সব যন্ত্রণা-কষ্ট ভ্যানিশ হয়ে যেত।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স আশি ছুঁই ছুঁই, কণ্ঠে তারুণ্য! প্রবীণ সঙ্গীত শিল্পীর গানের গলায় মুগ্ধ দর্শকরা
আরও দেখুন

তবে তাঁকে ভরসা দিয়েছেন ডাক্তারবাবুরা। চিকিৎসকরা বলেছেন, বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে । ঘণ্টায় ঘণ্টায় চোখে ড্রপ দিতে হবে । কারণ তাঁর চোখ ক্লান্ত হয়ে পড়ছে । এক্ষুনি অন্ধত্ব হয়তো আসবে না । তবে নিয়ম মেনে চোখের যত্ন নিতে হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন, ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি! নিজেই জানালেন বিগ বি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল