TRENDING:

ভ্যালেন্টাইন'স ডে-র ঠিক ৯ মাস ৩ দিন পর কেন আসে চিল্ড্রেন'স ডে? প্রশ্ন করে ট্রোল অমিতাভ...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অমিতাভ বচ্চন ভ্যালেন্টাইন'স ডে-তে একটি টুইট করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। '১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে আর তার ঠিক ৯ মাস ৩ দিন পর আসে ১৪ নভেম্বর হল চিল্ড্রেনস ডে।' ভ্যালেন্টাইন'স ডে-র দিন এমন প্রশ্ন তুলে টুইট করেছেন খোদ অমিতাভ বচ্চন। তাঁর এই টুইট সকলের চোখে পড়ার পরই ট্রোল হতে শুরু করেন বিগ-বি।
advertisement

যদিও এধরনের কথা আগে থেকেই শোনা যায়। অনেকেই রসিকতা করে একটু উল্টো করে প্রশ্ন করেন, ১৪ নভেম্বর হল চিল্ড্রেনস ডে-র ঠিক ৯ মাসে আগে কেন আসে ভ্যালেন্টাইন'স ডে? আর অমিতাভ বচ্চন এই একই কথা বলেছেন একটু ঘুরিয়ে। কিন্তু তাতে কী! অমিতাভ বচ্চন কিছু বলা মানেই টুইট তো হবেই।

পড়ুন সেই টুইট--->

advertisement

তবে বিগ বি যে এই টুইটের পরই ট্রোল হতে শুরু করবেন, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। নেটিজেনদের কেউ বিগ বি-কে প্রশ্ন করেন, এটা কি সত্যিই আপনি স্যার? কেউ কেউ আবার 'কভি খুশি কভি গম' সিনেমা থেকে জয়া বচ্চনের একটি ভিডিওটি পোস্ট করেন। যেখানে জয়া একসঙ্গে অনেক সুন্দরীর সঙ্গে অমিতাভকে নাচতে দেখে বলছেন 'ব্যাস, করিয়ে, বহত হো গ্যায়া।' বিষয়টা হল যে এখন যা পারছে বিগ বি-র টুইটের বিরুদ্ধে গিয়ে পোস্ট করছেন। যদিও বিগ-বি এখনও এই ট্রোল নিয়ে কিছু বলছেন না। নেটিজেনদের কোনও পোস্টের উত্তর তিনি এখনও দেননি। বিগ বি-র উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলেই।

advertisement

আরও ভিডিও দেখুন--->

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভ্যালেন্টাইন'স ডে-র ঠিক ৯ মাস ৩ দিন পর কেন আসে চিল্ড্রেন'স ডে? প্রশ্ন করে ট্রোল অমিতাভ...