TRENDING:

ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, তাঁদের সম্পর্ক জমে ক্ষীর

Last Updated:

ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, জমে ক্ষীর তাঁদের সম্পর্ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মম্বই: আর কিছুদিন বাদে ক্যাটরিনা আর সিদ্ধার্থ মালহোত্রার গায়ে 'প্রাক্তন' ট্যাগ লাগল বোধহয়! বলিটাউনে জমে উঠছে নতুন এক প্রেম! কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর কাপুর আর আলিয়া ভট্টের সম্পর্ক নিয়ে নানা গুজগুজ-ফুসফুস!
advertisement

অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটি বাঁধলেন রণবীর,আলিয়া! কিন্তু শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি জমে ক্ষীর! দু'জন দু'জনেক যেন চোখে হারান!

শুটিং না থাকলেও একসঙ্গে সময় কাটান কপোত কপোতি। হালে তাঁদের ডিনার করতে দেখা গেল মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। যদিও সঙ্গে ছিলেন অয়ন মুখোপাধ্যায় আর করন জোহর, কিন্তু আলিয়া-রণবীর নিজেদের গল্পেই মশগুল ছিলেন। এবং, ডিনার শেষে দু'জনে একই গাড়িতে রেস্তোরাঁ থেকে বের হন।

advertisement

এই প্রথম নয়, এর আগেও তাঁদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। একান্তে সময় কাটিয়েছিলেন জোয়া আখতারের বাড়িতেও।

কিছুদিন আগের একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, আমি সেই কবে থেকে রণবীরের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম! ও যেভাবে একটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে... আমি দেখে মুগ্ধ হয়ে যাই! রণবীর শুধু একজন ভাল অভিনেতাই নয়, একজন খুব ভাল মানুষও!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, তাঁদের সম্পর্ক জমে ক্ষীর