তবে সোনিও সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনিও নাকি জানেন না কবে বিয়ে করবেন আলিয়া (Alia Bhatt)। তাঁর কথায়, "এমনকী আমিও জানি না কবে। আমিও এইটা জানার অপেক্ষায় আছি।" আলিয়ার মায়ের দাবি, তাঁর মেয়ের এজেন্ট ভালো জানেন যে বিয়েটা কবে হচ্ছে।
সোনি রাজদান বলছেন, "এখনও অনেক সময় আছে। ভবিষ্যতে এটা নিশ্চয়ই হবে। কিন্তু কখন হবে সেটা আমি বলতে পারব না। হয়তো সেটার জন্য আপনাকে আলিয়ার এজেন্টকে কল করতে হতে পারে।" নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে সোনি রাজদানের ছবি 'কল মাই এজেন্ট'। সেই সিরিজের নাম উল্লেখ করেই তিনি সংবাদমাধ্যমকে উত্তর দেন।
advertisement
প্রসঙ্গত, বহুদিন ধরেই শোনা যাচ্ছে, আলিয়া (Alia Bhatt) ও রণবীরের বিয়ে খুব শীঘ্রই হবে। এখন দেখার তাঁদের বিয়ে এই ডিসেম্বরেই হয় কি না। আলিয়া ও রণবীর (Ranbir Kapoor) নিজেদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠানে। সবাইকে চমকে দিয়ে একসঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া ও রণবীর। তার পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হয় যে, দুজনে ভালোই আছেন সম্পর্কে।
আরও পড়ুন- ক্যাটরিনা-ভিকির বিয়ে পাকা? বিশেষ দিনে কার ডিজাইন করা পোশাক পরবেন তারকা জুটি
অন্যদিকে আরও এক জুটি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলকে (Vicky Kaushal) নিয়েও বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে এই ডিসেম্বরে নাকি তাঁরাও বিয়ে করবেন। কিন্তু এখনও দুজনে সম্পর্কের কথাও স্বীকার করেননি। কিন্তু কানাঘুষো খবর, ক্যাটরিনা ও ভিকি নাকি ঠিক করে ফেলেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেই তাঁরা বিয়ে করবেন।