সৌদি আরব, কুয়েত ও কাতারের দ্য ফিল্ম সার্টিফিকেশন অথরিটি তাদের তিন দেশে এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ কী? জানা গিয়েছে, ছবির গল্পে ইতিহাসের বিকৃতির কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৮০ সালে ভারতের একটি বিমান হাইজ্যাকের বিরুদ্ধে গোপন অভিযান নিয়েই এই ছবির গল্প লেখা হয়েছে।
জানা গিয়েছে, ছবির দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে, অপহরণকারীরা বিমানটিকে লাহোর থেকে দুবাই নিয়ে যায়। কিন্তু ১৯৮৪ সালের আসল ঘটনায় ইউএই-র প্রতিরক্ষা মন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ অল মাকতুম ব্যক্তিগত ভাবে এই ঘটনা সামাল দিয়েছিলেন। এবং ইউএই এই অপহরণকারীদের খতম করেছিল। কিন্তু ছবিতে ভারতের মিশন হিসেবে এটি দেখানো হয়েছে, যার মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। সে কারণেই এই তিন দেশে ছবি মুক্তি আটকানো হয়েছে।
advertisement
৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার পর অক্ষয়ের 'বেল বটম' ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে। শুক্রবার ২.৭৫ কোটি, শনিবার ২.৪০ কোটি রোজগার করে ফেলেছে এই ছবি।