লকডাউন পরবর্তী সময়ে কেমন ভাবে থাকতে হবে আমাদের এবং কতটা সতর্কতা মেনে চলতে হবে, সেটাই এই বিজ্ঞাপনের বিষয়বস্তু। স্বাস্থ্য মন্ত্রকের জন্য এই বিজ্ঞাপন বানালেন আর বাল্কি ও অক্ষয়। হাতে গোনা কয়েকজন মিলে বানানো হলো এই বিজ্ঞাপন। শ্যুটিং ফ্লোরেও হাতে গোনা মানুষ হাজির ছিলেন। সবাই মাস্ক পরে শ্যুটিং ফ্লোরে এসেছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ হয়েছে, নেওয়া হয়েছে সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা।
advertisement
লকডাউনের পর কাজে যোগ দিলে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, সেটাই ছিল এই বিজ্ঞাপনের বিষয়বস্তু। শ্যুটিং শুরু করার সময় এত জিনিস মাথায় রাখতে অসুবিধে হচ্ছিল বাল্কি ও তাঁর শ্যুটিং সদস্যদের। বার বার হাত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রাখা...একটু সমস্যা হচ্ছিল কিন্তু শ্যুটিং শুরু হওয়ার খানিক পর অভ্যেস হয়ে গেল, এমনটাই জানালেন বাল্কি। কেমনভাবে শ্যুটিং ফ্লোরে হল নিয়ম পালন, সেটাই দেখুন...
শ্যুটিং শেষ হওয়ার পর গোটা ক্রুর মেডিক্যাল চেক আপ হয়। সকলেই সুস্থ রয়েছেন। এই প্রোজেক্টে সম্ভব হলেও অন্যান্য সব ক্ষেত্রে সেটা সম্ভব হব কিনা, এখন তার দিকেই নজর।