advertisement
উল্লেখ্য অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন (Aruna Bhatia was in ICU)। অক্ষয় সেই সময় দেশে ছিলেন না৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে দ্রুত ইংল্যান্ড থেকে মুম্বইয়ের বাড়িতে ফেরেন তিনি। অক্ষয় তাঁর আসন্ন ছবি 'সিন্ডরেলা' (Akshay Kumar Cinderalla) ছবির শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে ছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু তাঁর মায়ের অসুস্থায় তিনি দেশে ফিরে আসেন৷ অরুণা ভাটিয়া ভর্তি ছিলেন মুম্বইয়ের হিরানন্দনি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না৷
গতকাল, মঙ্গলবারই, মায়ের অসুস্থতায় পাশে থাকার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ ট্যুইটারে তারকা লিখেছিলেন ‘‘আমার মায়ের শারীরিক অসুস্থতায় আপনাদের উদ্বেগ হৃদয় স্পর্শ করে গিয়েছে ৷ আমার এবং আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময় ৷ আপনাদের প্রত্যেক প্রার্থনা আমাকে অনেক সাহায্য করবে৷’’
এই মুহূর্তে ‘সিন্ডারেলা’ ছাড়াও আরও বেশ কিছু ছবিতে অভিনয় করছেন অক্ষয় ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘রক্ষাবন্ধন’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘রামসেতু’ ৷ এর মধ্যে রোহিত শেট্টীর ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ ৷