TRENDING:

Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা

Last Updated:

প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া(Akshay Kumar mother Smt Aruna Bhatia passed away)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমার বেঁচে থাকার আঁধার ছিলেন মা (Akshay Kumar mother Smt Aruna Bhatia dead), মায়ের মৃত্যুতে এক অসহ্য যন্ত্রণা অনুভব করছি৷ মায়ের মৃত্যুতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন অক্ষয় কুমার(Akshay Kumar)৷ অক্ষয় কুমারের মা শ্রীমতি অরুণা ভাটিয়া প্রয়াত(Aruna Bhatia)৷ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়৷ মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অক্ষয় এবং লিখেছেন যে কোনও রকম কষ্ট না পেয়ে, শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর মা৷ অক্ষয় লিখছেন, মা আর নেই, ইহলোক ছেড়ে বিদায় নিয়ে তাঁর আত্মা মিলিত হবে আমার স্বর্গীয় বাবার সঙ্গে৷ আপনাদের সকলের প্রার্থনা আমাদের সঙ্গে রয়েছে (Akshay Kumar Mother passed away)৷ অভিনেতার মা অরুণা ভাটিয়ার মৃত্যুতে অক্ষয় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর পরিচিতরা৷
advertisement

advertisement

উল্লেখ্য অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন (Aruna Bhatia was in ICU)। অক্ষয় সেই সময় দেশে ছিলেন না৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে দ্রুত ইংল্যান্ড থেকে মুম্বইয়ের বাড়িতে ফেরেন তিনি। অক্ষয় তাঁর আসন্ন ছবি 'সিন্ডরেলা' (Akshay Kumar Cinderalla) ছবির শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে ছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু তাঁর মায়ের অসুস্থায় তিনি দেশে ফিরে আসেন৷ অরুণা ভাটিয়া ভর্তি ছিলেন মুম্বইয়ের হিরানন্দনি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না৷

advertisement

আরও পড়ুন Viral| Sidharth Sukla-Sushant Singh Rajput: একে অপরের দিকে তাকিয়ে হাসছেন সিদ্ধার্থ-সুশান্ত! পুরনো ছবি ভাইরাল...

গতকাল, মঙ্গলবারই, মায়ের অসুস্থতায় পাশে থাকার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ ট্যুইটারে তারকা লিখেছিলেন ‘‘আমার মায়ের শারীরিক অসুস্থতায় আপনাদের উদ্বেগ হৃদয় স্পর্শ করে গিয়েছে ৷ আমার এবং আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময় ৷ আপনাদের প্রত্যেক প্রার্থনা আমাকে অনেক সাহায্য করবে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন
আরও দেখুন

এই মুহূর্তে ‘সিন্ডারেলা’ ছাড়াও আরও বেশ কিছু ছবিতে অভিনয় করছেন অক্ষয় ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘রক্ষাবন্ধন’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘রামসেতু’ ৷ এর মধ্যে রোহিত শেট্টীর ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল