ঘটনাটি অবশ্য রিয়েল লাইফে নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ ছবির পোস্টারেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকাকে ৷ একদিকে কিয়ারা অন্যদিকে করিনা ৷ আর তাঁদের মাঝে চাপা পড়ে আতঙ্কিত মুখে রয়েছেন অক্ষয় কুমার ৷ আবার বেশ খুশি খুশি মুখে দেখা যাচ্ছে দিলজিৎ দুসাঞ্জকে ৷
advertisement
সম্প্রতি মুক্তি পেল ‘গুড নিউজ’-এর ট্রেলার ৷ সেই ট্রেলারেই দেখা গেল দীর্ঘ প্রসব বেদনার পর মা হলেন করিনা কাপুর ৷ জন্ম দিলেন দিলজিতের মুখের আদলের বাচ্চার ৷ যা দেখে হতবাক করিনা আর অক্ষয় ৷
আসলে ‘গুড নিউজ’-এর গল্প দুই দম্পতিকে নিয়ে ৷ দু’জনেই মিস্টার আর মিসেস বাতরা ৷ একদিকে অক্ষয়-করিনা, অন্যদিকে কিয়ারা-দিলজিৎ ৷ দু’জনেই IVF-এর মাধ্যমে সন্তান পেতে গিয়েছেন ফার্টিলাইজেশন ক্লিনিকে ৷ সেখানেই হয় গন্ডোগোল ৷ দু’জনের নাম একই হওয়ায় অক্ষয়ের স্পার্ম চলে যায় কিয়ারার গর্ভে আর দিলজিতের স্পার্ম করিনার কাছে ৷ ব্যাস শুরু হয় ঘোটালা ৷ শেষ পর্যন্ত কী হবে, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ২৭ তারিখ অবধি ৷