দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই মুহূর্তে করোনার সংক্রমণে শীর্ষে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই করোনাকে জয় করে মলদ্বীপে বেড়াতে গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। তার আগে অসংখ্য সেলিব্রিটিকে দেখা গিয়েছে মলদ্বীপে বেড়াতে যেতে। তালিকায় রয়েছেন, দিশা পাটানি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, সারা আলি খান, জাহ্নবী কাপুর, পূজা বেদী, মন্দিরা বেদী আরও অনেকেই।
advertisement
শ্রুতি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'ভালো লাগছে যে তাঁরা দারুণ ছুটি উপভোগ করেছেন। তাঁরা সেটা পাওয়ার উপযুক্ত। তবে ব্যক্তিগত ভাবে মনে করি, মাস্কহীন ভাবে পুলে ডুব দেওয়ার সময় এটা নয়।...' শ্রুতির পাশাপাশি বলিউড পাবলিসিস্ট রোহিনি আইয়ার ও লেখিকা শোভা দে-ও এই ঘটনায় মুখ খুলেছেন। তাঁেদরও মত, দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী যখন অক্সিজেন ও প্লাজমার মতো প্রয়োজনীয় জিনিসে হাহাকার করছেন, তখন বলি সেলেবদের বেড়ানোর ছবি ঠিক নয়।