বিগ বসের অনেক নিয়মিত দর্শকই কিন্তু প্রতিযোগীদের এই রকম ব্যবহার মেনে নিতে পারেননি। তাঁরা শমিতাকে সাপোর্ট করার আশ্বাস দিয়েছেন। আবার অনেকেই বলছেন, শমিতা আসলে ছোট ছোট বিষয়ে সিন ক্রিয়েট করে লাইম লাইটে আসতে চাইছেন। কেন না, পুরনো প্রতিযোগী হওয়ার দরুন বিগ বসের গেম প্ল্যান বা কন্ট্রোভার্সি সম্পর্কে তাঁর ধারণা থাকা উচিত ছিল।
advertisement
একথা ঠিকই যে প্রতিযোগী হিসেবে শমিতা দ্বিতীয় বার হাউজে এলেন। এর আগে শমিতা বিগ বস ৩-এ প্রতিযোগী থাকাকালীন তাঁর দিদি শিল্পা শেট্টির (Shilpa Shetty) বিয়ের কারণে তড়িঘড়ি করে হাউজ ছেড়ে চলে যান। সম্প্রতি শিল্পার স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) পর্নোগ্রাফি কান্ডে অভিযুক্ত হওয়ার খবরে সমালোচনার ঝড় উঠেছিল ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্যোশাল সাইটে। তাই এবারে বিগ বসে অংশগ্রহণ নিয়ে তিনি নিজেও খানিকটা দ্বিধাগ্রস্ত ছিলেন। গত মাসে Bigg Boss OTT-র প্রিমিয়ারে হোস্ট করণ জোহরের ( Karan Johar) সঙ্গে আলোচনায় শমিতা জানান, জীবনে যতই সমস্যা আসুক, তিনি নিজের কেরিয়ারের সঙ্গে আপোস করতে রাজি নন। সেই কারণে এবার বিগ বসের অফার এলে শমিতা এক কথায় রাজি হয়ে যান।