এবার কার্তিকের উপর ক্রাশের কথা নিজের মুখে শেয়ার করলেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা ৷ সম্প্রতি সংবাদ সংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির নয়া সেনসেশন আলায়া নেপোটিজম বিতর্কে ব্যঙ্গাত্মক ভাবে বেঁধেন অনন্যা পান্ডেকে ৷ আলেয়া জানান, নেপোটিজম নিয়ে অনন্যার বক্তব্য মোটেই ঠিক ছিল না ৷ আলায়া বলেন, ‘‘আমি আমাদের সমসাময়িক সকলের কেরিয়ার গ্রাফ দেখছি ৷ কেউ এর বাইরে নেই ৷’’
advertisement
‘জওয়ানি জানেমন’ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন আলায়া ৷ তবে এখনই কার্তিকের প্রেমে হাবুডুবু আলায়া ৷ ‘লভ আজ কাল’-এ কার্তিক-সারার স্টিমি সিন দেখে তিনি বলেন, ‘‘আমিও কার্তিকের সঙ্গে এরকম সিন করতে চাই ৷’’ শুধু তাই নয়, যদি বিছানায় কোনওদিন কার্তিককে দেখেন তাহলে কী করবেন? এই প্রশ্নের উত্তরে আলায়া বলেন, ‘‘আমি একটুও অবাক হব না, যদি কোনও দিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় আমার পাশে কার্তিককে দেখি ৷’’
এরপর ‘কিল-ম্যারি-হুক আপ’ সেকশনে আলায়া বলেন, ‘‘আমি বরুণ ধবনকে বিয়ে করব, কার্তিকের সঙ্গে হুক আপ করব, ঈশান খট্টরকে মেরে দেব ৷’’ আর মেয়েদের ক্ষেত্রে হলে আলায়া সারা আলি খানকে বিয়ে করে, জাহ্নবী কাপুরের সঙ্গে হুক আপ করে, অনন্যা পান্ডেকে মারতে চান ৷