হটস্টার + ডিজনিতে ২৪ জুলাই মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’ । দেশ জুড়ে সুশান্তের অগণিত ভক্তকূল সেই সিনেমা দেখতে বসে চোখের জলকে আটকে রাখতে পারেননি । কৃতিও তাঁর ব্যতিক্রম নন । শোনা যায়, ‘রবতা’ ছবির শ্যুটিং চলাকালীন সুশান্ত-কৃতির প্রেম জমে উঠেছিল । পরে যদিও তা পূর্ণতা পায়নি । তবে প্রিয় মানুষের শেষ ছবি পর্দায় দেখা যে কোনও মানুষের কাছেই খুব কঠিন । বুকে পাথর চেপে সেই ছবিই দেখলেন কৃতি । তবে আটকাতে পারলেন না চোখের জল । সুশান্তের উদ্দেশ্যে লেখা তাঁর পোস্টেও সেই যন্ত্রণারই প্রকাশ পরতে পরতে ।
advertisement
কৃতি লিখলেন, ‘‘নট সেরি, তুমি আবার আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিলে । ম্যানির চরিত্রে তোমাকে কতবার ফের জীবন্ত হয়ে উঠতে দেখলাম। বুঝতে পারলাম চরিত্রটির কোন কোন জায়গায় তুমি নিজের সত্ত্বা মিশিয়ে দিয়েছিলে। সব সময়ের মতো, তোমাকে ভাল লাগার সবচয়ে বড় কারণ ছিল তোমার নীরবতা । সেই ভাললাগাটা হল, হয় তুমি খুব বেশি কথা বলতে, না হলে একেবারে নীরব হয়ে যেতে ।’’