জ্যাকলিনের মা স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ হাজারও চিকিৎসার পরও বাঁচানো গেল না অভিনেত্রীর মা-কে৷ অবশেষে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা৷
গত মাসেই অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজের স্ট্রোকের খবর পাওয়া গিয়েছিল। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি ছিলেন৷ তারপরই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমদিকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও রবিবার কোনওভাবেই আর শেষ রক্ষা হল না। অভিনেত্রী জ্যাকলিন তাঁর মায়েরা মৃত্যুর খবরে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। জানা গেছে, তাঁর মায়ের শেষকৃত্য ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে, যেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
advertisement
উল্লেখ্য, ২৪শে মার্চ, জ্যাকলিন ফার্নান্দেজের মা কিমকে হাসপাতালে ভর্তি করা হয় এবং লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অভিনেত্রীকে প্রায়শই তার মা-কে দেখতে লীলাবতী হাসপাতালে আসতে দেখা গিয়েছিল।
জ্যাকলিন ফার্নান্ডেজের ঘনিষ্ঠ একটি সূত্র আগেই জানিয়েছিল যে ২৬শে মার্চ গুয়াহাটিতে আইপিএল অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল, যেখানে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হবে। তবে জ্যাকলিন তাঁর মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত, আইপিএল অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন নি।” তাঁর মা-কে দেখতে বলি অভিনেতা সলমন খানকেও হাসপাতালে এসেছিলেন৷
২০২২ সালেও, কিম স্ট্রোকে আক্রান্ত হন এবং চিকিৎসার জন্য বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি হন। জ্যাকলিনের মা বাহরাইনের মানামায় থাকেন এবং বহুসংস্কৃতির পটভূমি থেকে এসেছেন, মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। তার মাতামহ কানাডিয়ান ছিলেন,এবং তার প্রপিতামহী ভারতের গোয়া থেকে ছিলেন।