বিবেককে প্রশ্ন করা হয়েছিল এই চরিত্র করে তাঁর কেমন লেগেছে? তাতে বিবেক জানান,এই চরিত্রটা তাঁর জীবনের সবচেয়ে ভাল চরিত্র। এরকম একটা কাজ করতে পেরে তিনি গর্বিত। তিনি আরো বলেন, 'এই ছবিটি ভীষণই প্রেরণাদায়ক। দর্শক যখন এই ছবিটি দেখবেন, তখন দেশের জন্য কিছু করার ইচ্ছা তৈরি হবে তাদের মধ্যে।' তারপরই প্রশ্ন করা হয়, যদি রাহুল গান্ধীর ওপর বায়োপিকে হয়, তিনি কী কাজ করবেন? বিবেক বলেন, 'যদি রাহুল গান্ধী নিজের জীবনে এমন কোনো কাজ করেন তাহলে নিশ্চয় করব। এখনও পর্যন্ত তিনি এমন কিছু করেছেন বলে আমার মনে হয় না যা প্রেরণাদায়ক। তবে আমি আশা করি, তিনি আগামী সময়ে দেশের জন্য অনেক কিছু করবেন—তাহলে আমি নিশ্চয় তাঁর চরিত্রে অভিনয় করব।' এই মন্তব্য করে বিবেক আবার সমালোচনার মুখে পড়েন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 3:10 PM IST
