ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, জুটিতে হাতে হাত রেখে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন এই তারকা-জুটি। এমনকী একসঙ্গে তাঁদের বাইরে আসতেও দেখা গিয়েছে। দু’জনের পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। তাঁদের মুখে ছিল মাস্ক। আর চোখ ঢাকা ছিল রোদচশমায়। তবে পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে চাননি হৃতিক-সাবা।
বেশ কিছু সময় ধরে বিভিন্ন ইভেন্টে একাই দেখা যাচ্ছিল বলিউডের গ্রিক গড তথা হৃতিক রোশনকে। প্রেমিকা সাবাকে দেখা যায়নি তাঁর সঙ্গে। চলতি মাসের গোড়ার দিকে আবার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁদের সন্তানদের নিয়ে পারিবারিক ডিনারে গিয়েছিলেন হৃতিক। অতীতে পারিবারিক এই ডিনারের অংশ হতে দেখা গিয়েছে সাবাকেও। এদিকে সম্প্রতি প্রয়াত হয়েছেন ফারাহ খানের মা। তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন হৃতিক এবং তাঁর মা। অথচ তাঁদের সঙ্গে ছিলেন না সাবা। এর ফলে ভক্তরা দুইয়ে দুইয়ে চার করে ধরে নেন যে, পথ আলাদা হয়ে গিয়েছে সাবা-হৃতিকের।
advertisement
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লক্ষ্য করেছেন যে, সাবার নতুন গানের জন্য জনসমক্ষে তাঁকে উৎসাহ দিতে দেখা যায়নি হৃতিককে। এমনিতে বরাবরই সাবার জন্য রীতিমতো চিয়ারলিডারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় অভিনেতাকে। এর জেরে সাবা-হৃতিকের সম্পর্কে ভাঙনের জল্পনা আরও তীব্র হতে থাকে। যদিও একসঙ্গে ফিল্ম দেখতে বেরিয়ে সেই জল্পনায় জল ঢাললেন এই তারকা জুটি।
প্রসঙ্গত প্রায় দেড় বছর আগে নিজেদের সম্পর্ক অফিসিয়াল করেন হৃতিক রোশন এবং সাবা আজাদ। প্রতিটা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে থাকে তাঁদের। এমনকী পাপারাৎজিদের ক্যামেরার সামনে একসঙ্গেই ধরা দিতেন। অথচ নিজেদের সম্পর্ক জনসমক্ষে তখনও স্বীকার করেননি তাঁরা। কিছু সময় আগে সাবা জানিয়েছিলেন যে, হৃতিকের সঙ্গে ডেটিংয়ের কারণে তাঁর কাছে ভয়েস ওভারের অফার আসা বন্ধ হয়ে যায়। আসলে অনেকেই ভেবেছিলেন যে, একজন সফল প্রথম সারির বলিউড অভিনেতার সঙ্গে ডেট করলে তো সাবার কাজের প্রয়োজন হবে না। এইরকম ভাবেন যাঁরা, তাঁদের কড়া নিন্দাও করেছেন সাবা।