অর্জুন রামপালের পুরনো মন্তব্যে হতবাক নেটিজেনরা:
অর্জুন রামপালের পুরনো এই বিবৃতির প্রতিক্রিয়ায় রেডিট ব্যবহারকারী লিখেছেন যে, এটা কি বিরক্তিকর এবং বিষয়টায় পেশাদারিত্বের ছিঁটেফোঁটাও নেই। এরপর অনেক নেটিজেনই এ নিয়ে প্রতিক্রিয়া এবং হতাশা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন যে, “তখন মানুষ যে এতটা আপত্তিকর কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেটা জানতাম না।’ দ্বিতীয় ব্যবহারকারী লিখেছেন যে, “আমার মনে হয়, তখন এটি ছিল সিনেমাটি দেখার জন্য দর্শকদের আকর্ষণ করার একটি প্রচারমূলক কৌশল। আসলে কৌশলে এখানে বলা যে, ছবিটিতে অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।’ তৃতীয় এক নেটিজেন আবার অর্জুন রামপালকে ‘জঘন্য’ বলে তকমা দিয়েছেন।
advertisement
‘হিরোইন’:
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হিরোইন’। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, রণদীপ হুডা, মুগ্ধা গডসে এবং দিব্যা দত্তের মতো তারকারা। মাহি নামে এক অভিনেত্রীর জীবন ঘিরে আবর্তিত হয়েছিল ‘হিরোইন’ ছবির গল্প। তাঁর বিবাহিত প্রেমিক কমিটমেন্টে অস্বীকার করায় একের পর এক কাজ হাতছাড়া হতে থাকে মাহির। এর গভীর প্রভাব পড়ে তাঁর উপর। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন মাহি। যার ফলে তাঁর কেরিয়ারও ডুবতে থাকে।
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে করিনা কাপুরের মন্তব্য:
প্রায় ২৫ বছর ধরে শোবিজ দুনিয়ার অংশ করিনা কাপুর। এমনিতে বেশিরভাগ ক্ষেত্রেই পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এড়িয়েই চলেন দাপুটে এই অভিনেত্রী। চলতি বছরের গোড়ার দিকে দ্য ডার্টি ম্যাগাজিনের জন্য অভিনেতা গিলিয়ান অ্যান্ডারসনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বলিউডে সতর্ক হয়ে চরিত্র বাছাই করার প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।
করিনার কথায়, ‘আমরা পুরো বিষয়টিকে ঠিক এইভাবেই দেখি। আমরা যৌনতাকে মনুষ্য সংক্রান্ত অভিজ্ঞতা হিসেবে দেখি না। আসলে পর্দায় আনার আগে আমাদের নিজেদের এটাকে আরও অনেক বেশি দেখতে হবে এবং সম্মান করাও শুরু করতে হবে। এটাই আমার বিশ্বাস।’