কেবিসি-তে বরুণ ধওয়ানের সঙ্গে অনুষ্কা শর্মা:
একবার নিজেদের ছবি ‘সুই ধাগা’-র প্রচার করার জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে বরুণ ধওয়ানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই শোয়ের শ্যুটিংয়ের সময় তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন এক প্রতিযোগীও। সেই সময় নিজের চিরাচরিত রসবোধের মাধ্যমে পরিবেশটাকে বেশ ফুরফুরে করার সিদ্ধান্ত নেন অমিতাভ বচ্চন।
advertisement
অনুষ্কার সঙ্গে অমিতাভের খুনসুটি:
প্রথমেই বিগ বি ওই প্রতিযোগী প্রশ্ন করেন যে, আপনি কি টিভি-তে ক্রিকেট দেখেন। জবাবে প্রতিযোগী বলেন যে, না তিনি দেখেন না। সঙ্গে সঙ্গে অনুষ্কার দিকে আঙুল দেখিয়ে দেন বলিউড সুপারস্টার। কৌতূহলী হয়ে পড়েন দর্শকরাও। ব্যাখ্যা দিয়ে অনুষ্কা বলেন যে, শুধুমাত্র নিজের স্বামীর জন্যই ক্রিকেট দেখেন তিনি। আর তখন অনুষ্কার সঙ্গে খুনসুটি করার লোভ সামলাতে পারেননি বিগ বি। তিনি প্রশ্ন করেন, “কেবল ওঁকে দেখার জন্যই?” বিষয়টাকে কোনও রকমে ঢাকা-চাপা দিতে অনুষ্কা বলে ওঠেন, তিনি দলকেই সমর্থন করেন।
অনুষ্কার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া ফ্লাইং কিস-এর দৃশ্য রিক্রিয়েট করেছিলেন বলিউডের শাহেনশাহ। মজার মুহূর্ত কিন্তু এখানেই শেষ হয়নি। অমিতাভ বচ্চন এবার বিরাট কোহলিকে নকল করেন। আসলে প্রত্যেকবার শতরান করার পরেই অনুষ্কার উদ্দেশ্যে মাঠ থেকেই ফ্লাইং কিস ছুড়ে দেন বিরাট। সেই দৃশ্যটাকেই অবিকল অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন অমিতাভ। আর সেটা দেখে হাসিতে ফেটে পড়েন বিরাট-ঘরণী নিজেই। হেসে ওঠেন বরুণ ধওয়ানও।
বিরাট এবং অনুষ্কার পারিবারিক জীবন:
২০১৭ সালের ডিসেম্বর মাসে সাতপাক ঘুরেছিলেন বিরাট-অনুষ্কা। বর্তমানে তাঁদের জীবন আলো করে রয়েছে দুই সন্তান – কন্যা ভামিকা (২০২১ সালে জন্ম) এবং পুত্র অকায় (২০২৪ সালে জন্ম)। তারকা হওয়া সত্ত্বেও প্রচারের সমস্ত আলো থেকে আড়ালেই রেখেছেন দুই সন্তানকে।
তারকা দম্পতির সাম্প্রতিক অবসরযাপন:
সম্প্রতি লন্ডনে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে এই তারকা-দম্পতিকে। ভিডিও-য় দেখা যাচ্ছে যে, নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন। আর রোদ ঝলমলে আবহাওয়ার সৌন্দর্যও উপভোগ করছেন। তবে সঙ্গে ছিল না তাঁদের দুই সন্তান।