বুধবার রাতে, তাকে মুম্বাইয়ের জুহু এলাকার বিখ্যাত পৃথ্বী থিয়েটারের বাইরে দেখা যায় জুনেইদকে। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে জুনেইদের সাজ। চোখে মোটা করে লাগান কাজল। মাথায় কালো টিকা। রীতিমতো মেকআপ করা চেহারা।
advertisement
যদিও আমির পুত্রের পরণে ছিল একেবারে সাধারণ পোশাক। জুনেইদের সাজ দেখেই বোঝা যায় কোনও চরিত্রে অভিনয়ের জন্যই এমন সেজেছিলেন তিনি। তবে পাপারাজ্জিদের দেখে কোনওরকম বিরক্তি না দেখিয়ে মিষ্টি হেসে জুনেইদ বলেন, ‘‘এখনও মেকআপ করেই আছি, এবার গিয়ে তুলবো।’’
মেকআপ করা অবস্থাতেই ক্যামেরার জন্য পোজও দিলেন আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্তের পুত্র জুনেইদ খান। তাঁর মিষ্টি ব্যবহারে মুগ্ধ পাপারাজ্জি থেকে নেটিজেনরাও। হবু অভিনেতার ভাইরাল পোস্টে কমেন্ট ভরে গিয়েছে ব্যবহারের প্রশংসায়। এক জনৈক ব্যবহারকারীর মন্তব্য, ‘‘”এত সহজ এবং খাঁটি মনের মানুষ’’। অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘‘উনি অত্যন্ত ভাল মানুষ।’’