ছবির আরেক অভিেনতা দক্ষিণের নাগা চৈতন্যকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে খেলতে। এই মুহূর্তে লাদাখে ছবির শেষ পর্বের শ্যুটিং করছে লাল সিং চাড্ডার গোটা টিম। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আমির ও কিরণকে একসঙ্গে সিনেমা দেখতেও দেখা গিয়েছে। আর স্বাভাবিক ভাবেই সেই সব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আমিরের এই ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রযোজনা করছে তারই সংস্থা আমির খান প্রোডাকশনস। সেখানে আমিরের সঙ্গী কিরণ রাও। ফলে ছবির শ্যুটিংয়ের ক্ষেত্রেও একসঙ্গেই কাজ করছেন তাঁরা। কয়েকদিন আগেই লাদাখি পোশাক পরে সেখানকার স্থানীয় গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছিল আমির ও কিরণকে। আর সেই ভিডিও আমির খানের ফ্যানক্লাবের তরফে পোস্ট করা হতেই নজর কেড়েছিল তাঁদের ভক্তদের। লাদাখের ওয়াখা গ্রামে সম্প্রতি ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং শেষ হয়েছে। তার পরেই এভাবে সেলিব্রেট করছিল গোটা ইউনিট।
গত সপ্তাহেও লাদাখে ছবির শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছিল আমির খান প্রোডাকশনস। আমির খান, কিরণ রাওয়ের সঙ্গে ছবির আরেক অভিনেতা নাগা চৈতন্যকেও দেখা গিয়েছিল সেই ছবিতে। 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক হতে চলেছে 'লাল সিং চাড্ডা'। এই ছবিতে আমিরের সঙ্গে দেখা যাবে করিনা কাপুর খানকে।