জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে নিজের এই নতুন প্রজেক্টের কথা বলতে গিয়ে, ববি দেওল এই প্যান-ইন্ডিয়া ফিল্ম সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন।
ববির ভাষায়, “আমি সত্যিই ভাগ্যবান যে আমি অ্যানিমালের অংশ হতে পেরেছি, সন্দীপের কাজও আমার খুব পছন্দ হয়েছে। তিনিই একমাত্র পরিচালক যিনি একই ছবি দুবার করেছেন এবং দুবারই সফল হয়েছেন। আমি বরাবরই বিভিন্ন চরিত্র করতে চাই এবং যেমনটা আমি আগেই বলেছি, নিজের ইমেজ ভেঙে আমি আরও দর্শকের কাছে পৌঁছতে চাই। চ্যালেঞ্জ হিসেবে আমি এমন অভিনেতা হতে চাই যিনি যে কোনও অস্বস্তিকর চরিত্রেও অভিনয় করতে অভ্যস্ত। আমি রণবীর কাপুরের বরাবরই বড় ভক্ত। রণবীরের পাশাপাশি আলিয়াও খুব ভাল অভিনেত্রী।তাই আলিয়া এবং রণবীরের বিয়ের কথা জানতে পেরে খুব খুশি হয়েছিলাম! রণবীরের সঙ্গে একই ছবিতে কাজ করব এই কথা শুনেই আমি উচ্ছ্বসিত হয়েছিলাম।’ ছবির কথা প্রসঙ্গে তিনি জানান, এই ছবিতে প্রেম, রোমান্স এবং ঘৃণা সবই রয়েছে।’
advertisement
নিজের অভিনয় অভিজ্ঞতা নিয়ে ববি বলেন, ‘আমি যখন ওই বিখ্যাত শটটি করেছিলাম, তখন মনিটরও দেখিনি। তাই প্রথমবার টিজারে শট দেখে নিজেকে চিনতেই পারিনি।’ আগামী ১ ডিসেম্বর ছবির মুক্তির কয়েক দিন আগেই এর ট্রেলার লঞ্চ করার পরিকল্পনা রয়েছে৷ তবে, ট্রেলার লঞ্চ হওয়ার আগে ছবিটির অন্য একটি গান মুক্তি পেতে পারে৷ বড় পর্দায় এই ছবিটি আসার প্রায় এক সপ্তাহ আগে ২৩ নভেম্বর ‘অ্যানিমাল’এর ট্রেলার লঞ্চ করা হবে। নির্মাতারা রণবীর কাপুর অভিনীত ছবিটিকে ঘিরে আরও উন্মাদনা তৈরি করতে আগামী কয়েক সপ্তাহকে কাজে লাগাতে চান। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পেতে চলেছে৷