TRENDING:

Birju Maharaj Death: কত্থকের কিংবদন্তি বিরজু মহারাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর, মন খারাপ আরও অনেকের...

Last Updated:

বিরজু মহারাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মনের কথা লিখেছেন মোদি (Birju Maharaj Death)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই মন খারাপ করা খবর। সোমবার সকালেই সংবাদ শিরোনামে এসেছে কত্থক নৃত্যের কিংবদন্তি শিল্পী বিরজু মহারাজারে প্রয়াণের খবর (Birju Maharaj Death)। ৮৩ বছর বয়সে রবিবার রাতে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে পণ্ডিতজির (Birju Maharaj Death)। বিরজু মহারাজের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরজু মহারাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মনের কথা লিখেছেন মোদি (Birju Maharaj Death)।
Birju Maharaj Death
Birju Maharaj Death
advertisement

ট্যুইটারে হিন্দিতে লিখে বিরজু মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, 'পণ্ডিত বিরজু মহারাজজির প্রয়াণে গভীর ভাবে শোকাহত, যিনি গোটা বিশ্বে ভারতীয় নৃত্যকে বিশেষ পরিচিতি দিয়েছিলেন। গোটা বিশ্বের কাছে এই মৃত্যু অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি'। অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেমা মালিনীও সোশ্যাল মিডিয়ায় বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: 'সর্দি হয়েছে, তাই মাস্ক পরিনি', করোনা-আতঙ্ক বাড়াচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি!

হেমা মালিনী মহারাজজির নাচের একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, 'একজন সত্যিকারের কিংবদন্তির মৃত্যুতে গোটা দেশ শোকাহত। শ্রী বিরজু মহারাজ কত্থকের অন্যতম সেরা শিল্পী। তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত পায়ে ঘুংরু বাঁধা ছিল। আমি চিরকাল তাঁকে শ্রদ্ধা করেছি, নাচের জগতে তাঁকে চিরকাল মিস করব।' পরিচালক সুভাষ ঘাই, হনসল মেহতা ও অভিনেতা অনুপম খেরও ট্যুইটারে বিরজু মহারাজের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

advertisement

আরও পড়ুন: প্রয়াত কত্থকের প্রবাদপ্রতিম শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বিরজু মহারাজের নাতনি রাগিনী মহারাজ জানিয়েছেন, গত এক মাস ধরে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার রাতে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় বিরজু মহারাজের। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হার্ট অ্যাটাকে প্রয়াত হন তিনি। কিশোর বয়স থেকে নাচের সঙ্গে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। জন্মেছিলেন বৃজ মোহন নাথ মিশ্র নামে। অনুরাগীরা ভালোবেসে তাঁকে পণ্ডিত বিরজু মহারাজ নামে ভূষিত করেছিলেন। ১৯৮৬ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Birju Maharaj Death: কত্থকের কিংবদন্তি বিরজু মহারাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর, মন খারাপ আরও অনেকের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল