একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন বিপাশা ও করণ৷ সঙ্গে ছিল তাঁদের সন্তান দেবী৷ খুবই মিষ্টি মেয়ে দেবী৷ বিপাশা মাঝে মধ্যেই তার ছবি ও ভিডিও পোস্ট করেন৷ এখন আধো আধো কথা বলতে শিখেছে সে৷ পঞ্জাবি বাড়ির মেয়ে হয়েও মায়ের থেকে শুনে শুনে ভাঙা ভাঙা বাংলা বলছে দেবী৷ এই যে, আসছি, দেখছি এমন নানা শব্দ আধো আধো বলে সে৷
advertisement
আরও পড়ুনRam Mandir: সন্তান কোলে অযোধ্যা রাম মন্দিরে পৌঁছলেন নায়িকা, সঙ্গে উপস্থিত তারকা স্বামীও! রইল সব ছবি
একটি অনুষ্ঠানে যাওয়ার সময়ে মায়ের কোলে ছিল সে৷ তার ছবি তুলতে ব্যস্ত ছিল প্যাপারাৎজিরা৷ মায়ের কোলে চুপচাপ ছিল ছোট্ট দেবী৷ তাকে অনেক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেয়নি বিপাশা কন্যা৷ তবে বিপাশা জানিয়েছেন যে অল্প অল্প কথা বলেতে শিখেছে তাঁর মেয়ে৷ এবং বাংলা বলতে বেশ সচ্ছন্দ্য সে৷
জন্মের পর কঠিন অসুখে আক্রান্ত ছিল দেবী৷ তাঁর হৃৎপিন্ডে ছিল ফুটো৷ এবং সেই ছিদ্রের জন্য অস্ত্রপোচার করতে হয়েছিল ৩ মাসের শিশুকন্যাকে৷ সবকিছু স্বাভাবিক হওয়ার পর, এই তথ্য সকলের সামনে তুলে ধরেন অভিনেত্রী৷ আপাতত দেবী সুস্থ রয়েছে৷ সন্তানের সঙ্গে আনন্দে দিন কাটছে বিপাশা ও করণের৷