তিনি লেখেন, No Screen Sharing এর বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে সাহায্যের জন্য ও বাংলা Cinema কে বাঁচিয়ে রাখার জন্য আমাদের Hon’ble Chief Minister @MamataOfficial
কে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি, আমার কথা সোনার জন্য ও আমার কথা রাখার জন্য! আপনার এই অবদান বাংলা সিনেমাকে এক নতুন জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে।
advertisement
(বানান অপরিবর্তিত)
প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫।
হিন্দি ছবির শো পাওয়ার দরুণ প্রাইম টাইম থেকে বাংলা সিনেমার শো সরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। বাংলায় দাঁড়িয়ে বাংলা ছবির হল না পাওয়াটা দুর্ভাগ্য়েরই বটে। এই নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন টলিপাড়ার প্রযোজক, পরিচালক ও অভিনেতার।তারপরেই বাংলা ছবি বাঁচানোর জন্য এই বিরাট পদক্ষেপ।