‘ভূমি’ ছবির গল্প তৈরি হয়েছে এক মেয়ে, বাবার সম্পর্কের মধ্যে দিয়ে ৷ এই ছবিতে সঞ্জয় দত্তের মেয়ের চরিত্রে দেখা যাবে আদিত্য রায় হায়েদরিকে৷ ছবিতে রয়েছেন শেখর সুমন, শরদ কেলকর, সিধান্ত গুপ্তাও ৷ ছবিটি পরিচালনা করেছেন উমঙ্গ কুমার ৷ মুক্তি পাবে ২২ সেপ্টেম্বর !
Location :
First Published :
August 10, 2017 4:08 PM IST