এ বার ভাস্বর পাশে দাঁড়ালেন এক ছাত্রের ৷ দুর্গাপুরের বাসিন্দা ওই পড়ুয়া বাণিজ্য বিভাগের ছাত্র ৷ কিন্তু এই মুহূর্তে তাঁর কাছে প্রয়োজনীয় সব বই নেই ৷ তাঁর বইয়ের তালিকা শেয়ার করেছেন ভাস্বর ৷ নেটিজেনদের কাছে জানতে চেয়েছন, কারওর কাছে এই বইগুলির একটাও আছে কিনা ৷ যদি থাকে, তা হলে তাঁকে জানাতে ৷
advertisement
ভাস্বরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ অনেকেই জানিয়েছে, তাঁদের কাছে ওই তালিকার কোন কোন বই আছে ৷ অনেকে শেয়ারও করেছেন অভিনেতার পোস্ট ৷
কোভিডে প্রিয়জনকে হারিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস অক্ষুণ্ণ রেখেছেন ভাস্বর ৷ তিনি এবং তাঁর কয়েকজন বন্ধুর এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক রংবিহীন ৷ দাবি ভাস্বরের ৷ তাই নিজেদের নাম দিয়েছেন ‘কালারলেস ভল্টান্টিয়ার্স’ ৷ ইতিমধ্যেই ফেসবুক লাইভে নেটিজেনদের কাছে আর্জি জানিয়েছেন এই উদ্যোগে তাঁর পাশে সামিল হওয়ার জন্য ৷ অভিনেতার কথায়, ‘‘সবাই মানুষ ৷ সকলেরই খিদে পায় ৷ তাই পরিষেবা সকলের কাছেই পৌঁছে দিতে চাই ৷’’