সোশ্যাল মিডিয়ায় পাঠান নিয়ে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতদিন পর বড় পর্দায় শাহরুখকে ফিরে পেয়েও খুশি ভক্তরা। তবে এরই মধ্যে সঙ্গীত প্রযোজক যশরাজ মুখাতে করেছেন দারুণ কাণ্ড। বেশরম রং-এর এক অদ্ভুত ভার্সন তৈরি করে আপাতত 'টক অফ দ্য টাউন' যশরাজ। কী মারাত্মক এক ভার্সান তৈরি করেছেন বেশরম রংয়ের, শুনে এমনই মন্তব্য নেটিজেনের।
advertisement
আরও পড়ুন: 'রাখে হরি, মারে কে', ধ্বংসস্তূপের নীচে বেঁচে ১২৮ ঘণ্টা, তুরস্কে মিলল রহস্যময় শিশু! তোলপাড় বিশ্ব
আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!
ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন যশরাজ। বেশরম রং যদি ৬০-এর দশকে তৈরি হত, তাহলে কেমন হত সেই গান। তার সঙ্গে যদি সেই গানে থাকতেন শাম্মি কাপুর, তাহলেই বা তার নাচ কেমন হত। গোটাটাই একটি ভিডিওতে তুলে ধরেছেন যশরাজ। ধীর গতিতে মহম্মদ রফির কণ্ঠস্বরের মতো গানে এবং স্যাড ভার্সনে শাম্মি কাপুরের নাচের সঙ্গে ভিডিওটি তৈরি করে নজর কেড়েছেন যশরাজ। উফফ মন ভাল করা এই ভিডিও না দেখলে যেন সত্যিই জীবন বৃথা, মত নেটপাড়ার বাসিন্দাদের।