TRENDING:

Bengaluru Rave Party: মাদক পার্টি ঘিরে রহস্য! গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন

Last Updated:

Bengaluru Rave Party: হেমা যখন উপস্থিত হন, তখন দেখা যায়, তাঁর পরনে রয়েছে বোরখা। মূলত নিজের পরিচয় গোপন রাখার জন্য অভিনেত্রীর এহেন বেশভূষা ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কয়েক সপ্তাহ আগেই বেঙ্গালুরুর বুকে এক মাদক পার্টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এমনকী সেই পার্টিতে নাম জড়িয়েছে দুই তেলুগু অভিনেত্রীরও। এঁদের মধ্যে হেমা নামে এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পর সোমবার গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।
advertisement

সূত্রের খবর, সোমবার সিসিবি-র তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য হেমা নামে ওই তেলুগু অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি যখন উপস্থিত হন, তখন দেখা যায়, তাঁর পরনে রয়েছে বোরখা। মূলত নিজের পরিচয় গোপন রাখার জন্য অভিনেত্রীর এহেন বেশভূষা ছিল। তবে তাঁর জবাব তেমন সন্তোষজনক না হওয়ায় হেমাকে গ্রেফতার করেছে সিসিবি।

গত ১৯ মে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাছে একটি ফার্মহাউজে আয়োজিত হয়েছিল ওই মাদক পার্টি। এরপর গত ২২ মে নাগাদ ওই পার্টিতে যোগ দেওয়া কমপক্ষে ৮৬ জনের মাদক সেবন টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। যা নিয়ে শুরু ঘনিয়েছে তীব্র বিতর্ক।

advertisement

ওই মাদক পার্টিতে অভিযান চালিয়েছিল কর্নাটক পুলিশের অ্যান্টি-নার্কোটিক্স ডিভিশন। অভিযোগ, ওই পার্টিতে ছিলেন ৭৩ জন পুরুষ এবং প্রায় ৩০ জন মহিলা। এঁদের মধ্যে ছিলেন দুই তেলুগু অভিনেত্রীও। তাঁদের নাম হেমা এবং আশি রায়।

আরও পড়ুন: শ্রেয়া, সুনিধি, নেহা নস্যি! বলিউডে সবচেয়ে ধনী গায়িকা কে জানেন, কত সম্পত্তি রয়েছে

advertisement

আরও পড়ুন: শাহরুখ নন, ‘কিং’ হতে পারতেন তিনি! এক সিদ্ধান্তেই সব মাটি… কোথায় গেলেন অভিনেতা

ওই ঘটনার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন যে, “বেঙ্গালুরুর ফার্ম হাউজে আয়োজিত ওই মাদক পার্টিতে আগত অতিথিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রায় একশো জনেরও বেশি অতিথির আগমন ঘটেছিল ওই পার্টিতে। এর মধ্যে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থল থেকে একাধিক রকম মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে।”

advertisement

বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন যে, যাঁরা ওই পার্টিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই কর্নাটকের বাইরে থেকে এসেছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, হায়দরাবাদের বাসু নামে এক ব্যক্তিই নিজের জন্মদিন উপলক্ষে ওই পার্টির আয়োজন করেছিলেন। গত ১৮ মে বিকাল ৫টা থেকে শুরু হয়েছিল পার্টি। আর তা চলেছিল পরের দিন অর্থাৎ ১৯ মে ভোর ৬টা পর্যন্ত। ওই মাদক পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ (এক্সট্যাসি) পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো গাঁজা, কোকেন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তা-ই নয়, এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দামি দামি বিলাসবহুল গাড়ি, আলো এবং সাউন্ড-সহ মোট ১.৫ কোটি টাকা মূল্যের ডিজে সরঞ্জামও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengaluru Rave Party: মাদক পার্টি ঘিরে রহস্য! গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল