সূত্রের খবর, সোমবার সিসিবি-র তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য হেমা নামে ওই তেলুগু অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি যখন উপস্থিত হন, তখন দেখা যায়, তাঁর পরনে রয়েছে বোরখা। মূলত নিজের পরিচয় গোপন রাখার জন্য অভিনেত্রীর এহেন বেশভূষা ছিল। তবে তাঁর জবাব তেমন সন্তোষজনক না হওয়ায় হেমাকে গ্রেফতার করেছে সিসিবি।
গত ১৯ মে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাছে একটি ফার্মহাউজে আয়োজিত হয়েছিল ওই মাদক পার্টি। এরপর গত ২২ মে নাগাদ ওই পার্টিতে যোগ দেওয়া কমপক্ষে ৮৬ জনের মাদক সেবন টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। যা নিয়ে শুরু ঘনিয়েছে তীব্র বিতর্ক।
advertisement
ওই মাদক পার্টিতে অভিযান চালিয়েছিল কর্নাটক পুলিশের অ্যান্টি-নার্কোটিক্স ডিভিশন। অভিযোগ, ওই পার্টিতে ছিলেন ৭৩ জন পুরুষ এবং প্রায় ৩০ জন মহিলা। এঁদের মধ্যে ছিলেন দুই তেলুগু অভিনেত্রীও। তাঁদের নাম হেমা এবং আশি রায়।
আরও পড়ুন: শ্রেয়া, সুনিধি, নেহা নস্যি! বলিউডে সবচেয়ে ধনী গায়িকা কে জানেন, কত সম্পত্তি রয়েছে
আরও পড়ুন: শাহরুখ নন, ‘কিং’ হতে পারতেন তিনি! এক সিদ্ধান্তেই সব মাটি… কোথায় গেলেন অভিনেতা
ওই ঘটনার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন যে, “বেঙ্গালুরুর ফার্ম হাউজে আয়োজিত ওই মাদক পার্টিতে আগত অতিথিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রায় একশো জনেরও বেশি অতিথির আগমন ঘটেছিল ওই পার্টিতে। এর মধ্যে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থল থেকে একাধিক রকম মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে।”
বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন যে, যাঁরা ওই পার্টিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই কর্নাটকের বাইরে থেকে এসেছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, হায়দরাবাদের বাসু নামে এক ব্যক্তিই নিজের জন্মদিন উপলক্ষে ওই পার্টির আয়োজন করেছিলেন। গত ১৮ মে বিকাল ৫টা থেকে শুরু হয়েছিল পার্টি। আর তা চলেছিল পরের দিন অর্থাৎ ১৯ মে ভোর ৬টা পর্যন্ত। ওই মাদক পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ (এক্সট্যাসি) পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো গাঁজা, কোকেন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তা-ই নয়, এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দামি দামি বিলাসবহুল গাড়ি, আলো এবং সাউন্ড-সহ মোট ১.৫ কোটি টাকা মূল্যের ডিজে সরঞ্জামও।