অন্যদিকে, ফুলকি দ্বিতীয় স্থানে নিজের জায়গা বজায় রেখেছে। তৃতীয়তে ‘গীতা LLB’, ‘নিম ফুলের মধু’ এবার নেই সেরা তিনে। চতুর্থতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে নজরকেড়েছে কথা। স্লট না পেলেও ষষ্ঠতে নিজের জায়গা করে নিয়েছে স্থান এই মেগা।
আরও পড়ুন: ‘অনুরাগের ছোঁয়া’ দিল বড় চমক! সেরার সেরা হতে পারল কি জগদ্ধাত্রী? তোলপাড় করা টিআরপি তালিকা
advertisement
অন্যদিকে, ‘সন্ধ্যাতারা’ সপ্তমে। তবে এবার গ্রাম প্রধান হবে সন্ধ্যা, শ্বশুরের সঙ্গে সন্ধ্যার লড়াই কী মেগার টিআরপিকে পৌঁছে দেবে সেরা পাঁচে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পর্ণা-সৃজনের চরম রোম্যান্সে কি আদৌ ম্যাজিক? কে হল সেরার সেরা? বছরের শুরুতে টিআরপি তালিকায় বিরাট চমক
অপরাজিতা আঢ্য সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’ এই সপ্তাহে পেয়েছে ৬.৭ নম্বর। সেখানে কোজাগরীর ঘরে আসছে নতুন বউমা, নতুন বৌ হলেও সে কোজাগরীর খুব কাছের। কিন্তু বিয়ের পর কি বদলে যাবে সমীকরণ নাকি আগের মতোই সব বিপদে সে থাকবে কোজাগরীর পাশে? সেটাই দেখার। আর এর ফলে কী বাড়বে মেগার নম্বর সেটাইও দেখার বিষয়। অন্য দিকে, তোমাদের রাণী-ও কোনওরকমে টিকে টিআরপি-র দৌড়ে, জায়গা করে নিয়েছে সেরা নবমে। দশম স্থানে যুগ্ম জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘লাভ বিয়ে আজকাল’।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | ফুলকি |
তৃতীয় | গীতা LLB |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | অনুরাগের ছোঁয়া |
ষষ্ঠ | কথা |
সপ্তম | কোন গোপনে মন ভেসেছে, সন্ধ্যাতারা |
অষ্টম | জল থই থই ভালোবাসা |
নবম | তোমাদের রাণী |
দশম | কার কাছে কই মনের কথা, Love বিয়ে আজকাল |