আরও পড়ুন Somraj Maity: টেলিভিশনের পর এবার বড় পর্দায় মন জয় করতে আসছেন সোমরাজ মাইতি!
'যেই আয়নায় দেখছ মুখ' (Jei Aynay Dekhchho Mukh) কম্পোজ করেছেন দিগন্ত দাস৷ গীতিকার দিগন্ত দাস, সাকি বন্দ্যোপাধ্যায়, প্রাঞ্জল দাস৷ গানটি গেয়েছেন তিমির বিশ্বাস, অরিজিৎ পাল, শুভদীপ পান৷ বাদ্যযন্ত্রে রয়েছেন চয়ন চক্রবর্তী, গৌরম চট্টোপাধ্যায়, অর্ণব দাশগুপ্ত, নবারুণ বোস, সন্দীপন পারিয়াল, দিগন্ত দাস, প্রশান্ত মাহাত৷
advertisement
এই গানের মাধ্যমে মানুষকে মানুষের পাশে থাকার কথা বলতে চেয়েছেন শিল্পীরা৷ এই কঠিন পরিস্থিতিতে কাউকে দোষারোপ না করে নিজেকে পাল্টে নেওয়ার কথা বলা হয়েছে এই গানে৷ বোঝানো হয়েছে যে খারাপ সময় মানুষই মানুষের সম্বল৷ একই সঙ্গে প্রতিবাদ করা হয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা এই সময় দাঁড়িয়েও মানুষ ঠকানোর (ব্ল্যাক মার্কেটিং) কাজে ব্যস্ত৷
আরও পড়ুন Sandy Saha| Yash Dasgupta: অবশেষে ইচ্ছেপূরণ! সিঁথি রাঙিয়ে দিলেন যশ দাশগুপ্ত, সুপার ভাইরাল ভিডিও...
গৌরম চট্টোপাধ্যায়ের (গাবু) কথায়, "আশা করি এই গানের মধ্যে দিয়ে মানুষের চিন্তা ভাবনায় বদল আসবে৷ সবাই ইতিবাচক চিন্তা করার প্রতি ঝুঁকবেন"৷ গায়ক তিমির বলছেন, "আমরা যেভাবে একসাথে কাজ করেছি, আমি চাই এভাবে খারাপ দিনে সবাই সবার পাশে থাকুন৷" অন্যদিকে নবারুণের কথায়, "গান-বাজনার মধ্যে দিয়েই মনের কথা প্রকাশ করি৷ তাই এবারও সেই পথ বেছে নিয়েছি৷ সকলের পাশা থাকা থেকে শুরু করে করোনা কালে কালোবাজারির প্রতিবাদও 'যেই আয়নায় দেখছ মুখ'- গানের মধ্যে দিয়ে হচ্ছে৷"