TRENDING:

COVID19 Special: করোনাকালে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে শিল্পীরা তৈরি করলেন 'যেই আয়নায় দেখছ মুখ'

Last Updated:

মূলত অসহায় সময় ঐক্যের বার্তা দিতেই বহু সঙ্গীত শিল্পী (Coronavirus special song) এগিয়ে এসেছেন৷ একসঙ্গে তৈরি করেছেন এই গান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা অতিমারি (Coronavirus) অনেকটা বদলে দিয়েছে আমাদের চারপাশ৷ বদল এনেছে সাধারণ মানুষের মানসিকতায়৷ একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা উঠে এসেছে বারবার৷ তবে তার মধ্যেও কোথায় দেখা দিয়েছে অন্য ছবি৷ করোনা রোগী ও তাদের আত্মীয়দের দূরে ঠেলে দিয়েছে কেউ কেউ৷ আবার অচ্ছুৎ করে রেখেছে দিনরাত মানুষের সেবায় নিযুক্ত চিকিৎসক ও নার্সদের৷ সব মিলিয়ে সমাজের নানাদিক, নানা রকমের মনোভাব উঠেছে করোনাকালে৷ এই সব নিয়েই গান বেঁধেছেন এক গুচ্ছ শিল্পী৷ গ্রামাফোন রেকর্ডস ও News@bangla band-র উদ্যোগে তৈরি হয়েছে গান, যেই আয়নায় দেখছ মুখ (Jei Aynay Dekhchho Mukh)৷ মূলত অসহায় সময় ঐক্যের বার্তা দিতেই বহু সঙ্গীত শিল্পী এগিয়ে এসেছেন৷ একসঙ্গে তৈরি করেছেন এই গান৷
Jei Aynay Dekhchho Mukh (যেই আয়নায় দেখছ মুখ )
Jei Aynay Dekhchho Mukh (যেই আয়নায় দেখছ মুখ )
advertisement

আরও পড়ুন Somraj Maity: টেলিভিশনের পর এবার বড় পর্দায় মন জয় করতে আসছেন সোমরাজ মাইতি!

'যেই আয়নায় দেখছ মুখ' (Jei Aynay Dekhchho Mukh) কম্পোজ করেছেন দিগন্ত দাস৷ গীতিকার দিগন্ত দাস, সাকি বন্দ্যোপাধ্যায়, প্রাঞ্জল দাস৷ গানটি গেয়েছেন তিমির বিশ্বাস, অরিজিৎ পাল, শুভদীপ পান৷ বাদ্যযন্ত্রে রয়েছেন চয়ন চক্রবর্তী, গৌরম চট্টোপাধ্যায়, অর্ণব দাশগুপ্ত, নবারুণ বোস, সন্দীপন পারিয়াল, দিগন্ত দাস, প্রশান্ত মাহাত৷

advertisement

এই গানের মাধ্যমে মানুষকে মানুষের পাশে থাকার কথা বলতে চেয়েছেন শিল্পীরা৷ এই কঠিন পরিস্থিতিতে কাউকে দোষারোপ না করে নিজেকে পাল্টে নেওয়ার কথা বলা হয়েছে এই গানে৷ বোঝানো হয়েছে যে খারাপ সময় মানুষই মানুষের সম্বল৷ একই সঙ্গে প্রতিবাদ করা হয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা এই সময় দাঁড়িয়েও মানুষ ঠকানোর (ব্ল্যাক মার্কেটিং) কাজে ব্যস্ত৷

advertisement

আরও পড়ুন Sandy Saha| Yash Dasgupta: অবশেষে ইচ্ছেপূরণ! সিঁথি রাঙিয়ে দিলেন যশ দাশগুপ্ত, সুপার ভাইরাল ভিডিও...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গৌরম চট্টোপাধ্যায়ের (গাবু) কথায়, "আশা করি এই গানের মধ্যে দিয়ে মানুষের চিন্তা ভাবনায় বদল আসবে৷ সবাই ইতিবাচক চিন্তা করার প্রতি ঝুঁকবেন"৷ গায়ক তিমির বলছেন, "আমরা যেভাবে একসাথে কাজ করেছি, আমি চাই এভাবে খারাপ দিনে সবাই সবার পাশে থাকুন৷" অন্যদিকে নবারুণের কথায়, "গান-বাজনার মধ্যে দিয়েই মনের কথা প্রকাশ করি৷ তাই এবারও সেই পথ বেছে নিয়েছি৷ সকলের পাশা থাকা থেকে শুরু করে করোনা কালে কালোবাজারির প্রতিবাদও 'যেই আয়নায় দেখছ মুখ'- গানের মধ্যে দিয়ে হচ্ছে৷"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
COVID19 Special: করোনাকালে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে শিল্পীরা তৈরি করলেন 'যেই আয়নায় দেখছ মুখ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল