এই নাটকের নির্দেশনায় রয়েছেন চন্দন সেন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নাটক সমাদৃত হয়েছে৷ নাটকের অভিনেতাদের তালিকাও আকর্ষণীয়৷ এতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, অসিত বসু, ভদ্রা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, পঞ্চানন বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়৷ এই নাটকের নির্দেশক চন্দন সেন জানালেন, ‘সব্যসাচী চক্রবর্তী এই নাটকে অভিনয় করেন৷ তিনি শারীরিক নানা কারণে আর অভিনয় করতে পারছেন না৷ সেই কারণেই এই নাটকের কলকাতায় শেষ অভিনয় ঘোষণা করা হয়েছে৷’
advertisement
তা হলে কী সব্যসাচী চক্রবর্তীর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দিয়ে এই নাটকটি এগিয়ে নিয়ে যাওয়া যেত না? চন্দন জানাচ্ছেন, ‘সেটা ঠিক হবে না৷ গত পাঁচ বছর ধরে এক নাগাড়ে এই নাটকে অভিনয় করেছেন সব্যসাচী৷ ফলে তাঁকে বাদ রেখে এই নাটক হতে পারে না৷ একমাত্র যদি সব্যসাচী নিজে রাজি হন, তা হলে অন্য কথা৷’ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ‘অ-পবিত্র’ প্রথমবার মঞ্চে দেখা গিয়েছিল৷ তারপর থেকে দর্শক সমাদরে এই নাটক পৌঁছে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ সেই পথ চলায় এক গুরুত্বপূর্ণ স্থান ছিল কলকাতা, আর কলকাতাতে সেই নাটকের পথ চলা শেষ হল৷ এর পর এই নাটকের দু’টি অভিনয় রয়েছে বাঁকুড়া ও নন্দীগ্রামে৷